ট্রেনে রেলকর্মী এবং যাত্রীদের মধ্যে ঝামেলার ঘটনা প্রায়ই প্রকাশ্যে আসে। ভাইরালও হয় সে সব ঘটনার ভিডিয়ো। সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। সেই ভিডিয়োয় দেখা হয়েছে, এক যাত্রীকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন টিটিই। ওই যাত্রীর জামা ছিঁড়ে গিয়েছে। আর সে অবস্থাতেই ফেসবুকে লাইভ করে পুরো বিষয়টি দেখানোর চেষ্টা করছেন তরুণ ওই যাত্রী। ভিডিয়োয় দাবি, বিনা টিকিটে ভ্রমণ করার জন্যই তরুণকে ওই ভাবে টেনে নিয়ে যাচ্ছিলেন টিটিই। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোন ট্রেনে ঘটেছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, চলন্ত ট্রেনে দরজার কাছে এক তরুণ যাত্রীকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন এক টিটিই। তারস্বরে চিৎকার করছেন তরুণ। হাত ছাড়ানোর চেষ্টা করছেন। সেই দৃশ্য দেখতে ট্রেনের অন্য যাত্রীরা ভিড় করেছেন। এর পর ওই তরুণ দরজা থেকে কামরার দিকে ঢুকতে গেলে টিটিই তাঁর চুলের মুঠি ধরে টানার চেষ্টা করেন। কলার ধরেও টানেন। তরুণের জামা ছিঁড়ে যায়। এর পর দেখা যায়, ওই তরুণ যাত্রীর হাতে একটি ফোন। পুরো ঘটনাটি ফেসবুকে লাইভ করে দেখাচ্ছেন তিনি। তরুণকে এ-ও বলতে শোনা যায় যে, তিনি টিটিইকে চালান কাটতে বলেছিলেন। কিন্তু তার পরেও টিটিই তাঁকে মারধর করেন বলে অভিযোগ তুলতে দেখা যায় তাঁকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ট্রেনে প্রতি দিন এই একই জিনিস নজরে আসে। মাঝেমধ্যে বিরক্ত লাগে।’’ অন্য এক নেটাগরিক আবার লিখেছেন, ‘‘যাত্রী এবং রেলকর্মী— উভয়েরই শান্ত থাকা উচিত ছিল। অন্য যাত্রীদেরও উচিত ছিল তাঁদের শান্ত করা।’’