সন্তানকে পেঁচিয়ে ধরেছে বিশাল সাপ! বাঁচাতে ভয়ঙ্কর সরীসৃপের সঙ্গে লড়াই করল মা কাঠবিড়ালি। যুদ্ধে সাপকে হারিয়ে উদ্ধারও করল সন্তানকে। চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়ো সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে একটি কালো লম্বা সাপের লেজের প্যাঁচে আটকে রয়েছে একটি কাঠবিড়ালির শাবক। ভয়ঙ্কর শিকারির লেজের চাপে দমবন্ধ পরিস্থিতি তার। দেখে মনে হচ্ছে কাঠবিড়ালির ছানার মৃত্যু যেন সময়ের অপেক্ষা। সন্তানের বিপদ দেখে স্থির থাকতে পারেনি মা কাঠবিড়ালি। সাপের সামনে এসে বার বার লেজ উঁচিয়ে আক্রমণ করতে থাকে বিশাল সাপটিকে। বার বার লেজ ফুলিয়ে তেড়ে যায় সাপের দিকে। আর সাপটি ছোবল মারার চেষ্টা করলেই পিছিয়ে বা পাশে সরে গিয়ে নিজেকে বাঁচাতে থাকে। পাশাপাশি, সন্তানকে সাপের কবল থেকে টেনে আনারও চেষ্টা করে। এর পর সন্তানকে বাঁচাতে সাপের গায়ে প্রবল আক্রোশে দাঁত বসায় মা কাঠবিড়ালিটি। লেজের প্যাঁচ খুলে যায় সাপটির। সাপের কবল থেকে মুক্তি পেয়েও নির্জীব হয়ে পড়ে থাকে কাঠবিড়ালির ছানা। এর পর তাকে মুখে করে তুলে গাছে উঠে যায় মা কাঠবিড়ালি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন উদ্বেগপ্রকাশ করেছেন, তেমন অনেকে বিস্ময়ও প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘মা তো মা-ই হয়। ভিডিয়ো না দেখলে বিশ্বাসই করতে পারতাম যে এমনটা হওয়া সম্ভব।’’