আজকাল সমাজমাধ্যমে ভাইরাল হওয়া বড় ব্যাপার নয়। প্রায়ই মজার মজার বিভিন্ন বিষয়ে রিল বা ভিডিয়ো পোস্ট করে ভাইরাল হন বিষয়স্রষ্টারা (কন্টেন্ট ক্রিয়েটর)। তবে সম্প্রতি একটি নাচের ভিডিয়ো পোস্ট করে ভাইরাল হওয়ার পাশাপাশি বিতর্কের মুখেও পড়েছেন এক মহিলা এবং তাঁর সঙ্গে থাকা তরুণ। ভিডিয়োটি দেখে প্রশ্নও উঠেছে অনেক। নেটাগরিকদের একাংশের দাবি, ভিডিয়োয় যাঁদের দেখা গিয়েছে, তাঁরা সম্পর্কে মা-ছেলে এবং তাঁরা যে ভাবে নাচছেন, তা খুব একটা শালীন নয়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ঘরের ভিতরে আয়নার সামনে নাচছেন এক মহিলা। তাঁর ঠিক পিছনে দাঁড়িয়ে সেই নাচ ক্যামেরাবন্দি করছেন এক তরুণ। নাচের থেকেও বেশি অঙ্গভঙ্গি করছেন। নেপথ্যে হিন্দি গান বাজছে। কয়েক সেকেন্ডের সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে। দাবি, ওই মহিলা এবং তরুণী সম্পর্কে মা এবং ছেলে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘জিয়া_ব্রাউনি’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। ছেলের সঙ্গে এ রকম রিল বানানোর কারণে নেটমাধ্যমে প্রশ্নের মুখেও পড়েছেন মহিলা। নেটাগরিকদের একাংশের দাবি, ভিডিয়োয় ওই মহিলা যে ভাবে নিজের পুত্রের সামনে নাচছেন তা অশালীন। তবে মহিলার সমর্থনেও সরব হয়েছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ভাইরাল হওয়ার জন্য মানুষ যা খুশি তাই করে। পুত্রের সামনে মহিলার ওই নাচ অশালীন।’’