বাজারে নতুন আইফোন এসেছে। সেই আইফোন ১৭ প্রো ম্যাক্স কিনতে অনুরাগীদের কাছে এক টাকা, দু’টাকা ‘ভিক্ষা’ চাইলেন এক নেটপ্রভাবী। তরুণী ওই নেটপ্রভাবীর নাম মাহি সিংহ। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। টাকা চেয়ে তাঁর ওই আবেদনের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
উত্তরপ্রদেশের লখিমপুরের বাসিন্দা মাহি স্বঘোষিত ‘বিউটি কুইন’। ভাইরাল সেই ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘আইফোন ১৭ প্রো ম্যাক্স সবেমাত্র বাজারে এসেছে। ফোনের একটা রং আমার সত্যিই খুব পছন্দ হয়েছে। তিন মাস আগেই আমার বাবা আমায় আইফোন ১৬ কিনে দিয়েছিলেন। ২১ অক্টোবর আমার জন্মদিনে আমি নতুন ফোন কিনতে চাই। কিন্তু আমার বাবা আর আমায় আই ফোন ১৭ কিনে দিতে চাইছেন না।’’ একটু থেমে অনুরাগীদের উদ্দেশে তরুণী আরও বলেন, ‘‘যদি তোমরা সবাই এক, দুই, তিন, অথবা চার টাকা করে সাহায্য করো, তা হলে আমি এই ফোনটি কিনতে পারব। হৃদয়ের অন্তঃস্থল থেকে তোমাদের ধন্যবাদ জানাব। এতে আমার স্বপ্নপূরণ হবে। সত্যি বলতে ফোনটি এতটাই পছন্দ হয়েছে যে, আমি বর্ণনা করতে পারব না।’’
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘সাজিদ আলি’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমন অনেকে আবার বিরক্তিও প্রকাশ করেছেন। নেটাগরিকদের কটাক্ষেরও শিকার হতে হচ্ছে তরুণী নেটপ্রভাবীকে। এক নেটপ্রভাবী ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘ভারতে আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম প্রায় দেড় লক্ষ টাকা! তার মানে নেটপ্রভাবীরা ক্রাউডফান্ডিং এবং সুপার চ্যাটের মাধ্যমে কী ভাবে ধনী হচ্ছেন বুঝতে পারছি।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এ তো ভিক্ষা করা। এর থেকে সরাসরি ভিক্ষা করলেই পারে। মানুষই এদের মাথায় তুলেছে।’’