প্রেম করে বিয়ে হয়েছিল। স্বামী এবং সন্তানকে নিয়ে সংসারও করেছিলেন। কিন্তু বিয়ের সাত বছর পর স্বামীরই তুতো বোনের সঙ্গে পালালেন এক বধূ। দুই তরুণীই মাসখানেকের উপর নিখোঁজ। প্রেম করে বিয়ে করা সত্ত্বেও কী ভাবে সমকামী সম্পর্কে জড়ালেন স্ত্রী! ভগ্নহৃদয়ে এখন সেই প্রশ্নেরই উত্তর খুঁজছেন স্বামী। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের জবলপুরে। আশুতোষ বনসল নামে যুবকের অভিযোগ, স্ত্রী সন্ধ্যা তাঁকে ছেড়ে তাঁরই তুতো বোন মানসীর সঙ্গে পালিয়ে গিয়েছেন। পালানোর পর স্ত্রী এবং বোনের প্রেমবার্তা হোয়াট্সঅ্যাপে খুঁজে পেয়েছেন বলেও জানিয়েছেন যুবক।
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বছর সাতেক আগে বিয়ে হয় আশুতোষ এবং সন্ধ্যার। প্রেম করেই বিয়ে করেন তাঁরা। পাঁচ বছরের এক পুত্রও আছে তাঁদের। কিন্তু মাসখানেক আগে কাউকে কিছু না জানিয়ে ঘর ছাড়েন সন্ধ্যা। আশুতোষের দাবি, তাঁরই তুতো বোন মানসীর সঙ্গে পালিয়েছেন স্ত্রী। যুবকের দাবি, সম্প্রতি সন্ধ্যা এবং মানসীর হোয়াট্সঅ্যাপের কথোপকথন আবিষ্কার করেছেন তিনি। বাড়ি থেকে পালিয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা তাঁরা হোয়াট্সঅ্যাপেই করেছিলেন বলেও দাবি আশুতোষের।
আরও পড়ুন:
জানা গিয়েছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন আশুতোষ। তুতো বোন মানসীর বিরুদ্ধে স্ত্রীকে ফুঁসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন তিনি। আশুতোষ পুলিশের কাছে তাঁর স্ত্রী এবং বোনের মধ্যে হওয়া চ্যাট দেখিয়েছেন বলেও খবর। আশুতোষ এ-ও দাবি করেছেন যে তাঁর দৃঢ় বিশ্বাস সন্ধ্যা এবং মানসী কোথাও একত্রবাস করছেন। যদিও তাঁদের সঠিক ঠিকানা এখনও জানা যায়নি।
প্রেম করে যাঁকে বিয়ে করেছিলেন, তাঁর এ রকম সমকামী সম্পর্কে জড়ানোর বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছেন না আশুতোষ। লাগাতার স্ত্রীর খোঁজ চালিয়ে যাচ্ছেন তিনি। তাঁকে মানসীক যন্ত্রণার মুখোমুখি হতে হচ্ছে বলেও জানিয়েছেন আশুতোষ।
আরও পড়ুন:
ঘটনাটি প্রকাশ্যে আসার পর নেটপাড়াতেও এ নিয়ে হইচই পড়ে গিয়েছে। সমালোচনার ঝ়ড় উঠেছে। তৈরি হয়েছে বিতর্ক। নেটাগরিকদের অনেকের মতে, স্বামীকে এ ভাবে ঠকিয়ে পালানো উচিত হয়নি সন্ধ্যার। অনেকে আবার দাবি করেছেন, সন্ধ্যা হয়তো উভকামী। আর তা তিনি অনেক পরে বুঝতে পেরে ওই পদক্ষেপ করেছেন।