Advertisement
E-Paper

পাহাড়ি টিলা থেকে ৭ বছরের পুত্রকে নীচে ফেলে নেটপ্রভাবী বললেন, ‘আমি ভাল বাবা’! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, লেক পাওয়েলের ধারে একটি উঁচু পাহাড়ি টিলায় সন্তানকে নিয়ে বসে রয়েছেন নেটপ্রভাবী গ্যারেট। তাঁর ৭ বছর বয়সি পুত্রকে খানিকটা দ্বিধাগ্রস্ত এবং ভীত দেখাচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩০
Video shows influencer does something bizarre with son in America, sparks debate

ছবি: ইনস্টাগ্রাম।

পাহাড়ের টিলা থেকে ৭ বছরের সন্তানকে নীচে জলাধারে ফেলে দিলেন নেটপ্রভাবী! দাবি করলেন, এক জন ভাল বাবা হিসাবেই তেমনটা করেছেন তিনি। চাঞ্চল্যকর সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। বিতর্কও তৈরি করেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই নেটপ্রভাবীর নাম গ্যারেট গি। তিনি সমাজমাধ্যমে পরিচিত ‘দ্য বাকেট লিস্ট ফ্যামিলি’ নামে। ইনস্টাগ্রামে তাঁর ৩০ লক্ষেরও বেশি ফলোয়ার রয়েছে। পরিবারের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করেন তিনি। তাঁর সেই সব ভ্রমণের ভিডিয়ো পোস্ট করেন। সম্প্রতি পরিবারকে নিয়ে উটাহ এবং অ্যারিজোনায় কলোরাডো নদীর উপর অবস্থিত জলাধার লেক পাওয়েলে ঘুরতে গিয়েছিলেন তিনি। পাহাড়বেষ্টিত ওই জলাধারটি পর্যটনস্থল হিসাবে বিখ্যাত।

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, লেক পাওয়েলের ধারে একটি উঁচু পাহাড়ি টিলায় সন্তানকে নিয়ে বসে রয়েছেন নেটপ্রভাবী গ্যারেট। তাঁর ৭ বছর বয়সি পুত্রকে খানিকটা দ্বিধাগ্রস্ত এবং ভীত দেখাচ্ছে। এর পর হঠাৎই সন্তানকে ধরে পাহাড়ের ওই টিলা থেকে নীচে জলাধারে ছুড়ে দেন নেটপ্রভাবী। এর পর নিজেও জলে লাফ দেন। পিতা-পুত্র দু’জনেই হাসতে থাকেন সাঁতার কাটতে কাটতে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভি়ডিয়োটি পোস্ট করেছেন গ্যারেট নিজেই। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘‘আমি বাবা-মায়েদের কোনও পরামর্শ দিচ্ছি না। আমি যা করলাম তা করার চেষ্টা করতেও বলছি না। প্রতিটি বাচ্চা আলাদা। তাই আমরা যে ভাবে তাদের শাসন করি বা কী ভাবে তাদের জলে লাফ দেওয়া শেখাই— তাও আলাদা। প্রথমেই ভাবতে হবে নিরাপত্তার কথা। এটাও শেখাতে হবে যে তারাও কঠিন কাজ করতে পারে। একই সঙ্গে মজাও করতে হবে।’’ গ্যারেট এ-ও জানিয়েছেন, ভাল বাবা হিসাবেই ছেলেকে ওই ভাবে টিলা থেকে জলে ছুড়ে দিয়েছিলেন তিনি। কারণ, তাঁর পুত্রের জলে নামার ইচ্ছা থাকলেও সে ভয় পাচ্ছিল। লাফানো নিয়ে আত্মবিশ্বাসী ছিল না। আর তাই তিনি ছেলেকে জলে ফেলে তার ভয় কাটাচ্ছিলেন।

যদিও নেটাগরিকদের একাংশের দাবি, সন্তানকে এ ভাবে জলে ছুড়ে ভুল করেছেন গ্যারেট। তাঁর অভিভাবকত্ব নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে। তৈরি হয়েছে বিতর্ক। তবে গ্যারেটের সমর্থনেও কথা বলতে শোনা গিয়েছে নেটাগরিকদের একাংশকে।

Viral Video america Influencer Instagram Reel Instagram Viral Parenting Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy