প্রাক্তন প্রেমিককে বিয়েতে ডেকে গান গাওয়ালেন নববধূ। পাশে বসে দেখল বর। সমাজমাধ্যমে প্রকাশ্যে আসা তেমনই একটি ভিডিয়োকে কেন্দ্র করে হইচই পড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি জায়গায় বিয়ের অনুষ্ঠান চলছে। ফুল, মালা, আলো দিয়ে সাজানো হয়েছে জায়গাটি। অনুষ্ঠানস্থলের মাঝামাঝি মঞ্চ বাঁধা হয়েছে। সুসজ্জিত সেই মঞ্চের উপর বসে রয়েছেন বর এবং নববধূ। এমন সময় সেখানে উপস্থিত হলেন এক তরুণ। তাঁর হাতে মাইক। বলিউডের গান ‘চন্না মেরেয়া’ গাইতে গাইতে মঞ্চের দিকে এগিয়ে যান তিনি। তাঁর পিছু পিছু গিটার হাতে অন্য এক তরুণও মঞ্চের দিকে যান। এর পর দু’জনে সটান উঠে পড়েন মঞ্চে। বধূর সামনে গান গাইতে থাকেন তিনি। নববধূর পাশে বসে অবাক হয়ে সবটা দেখতে থাকেন তাঁর হবু বর। পরে হাতের ইশারায় গায়ক তরুণকে সরে যেতেও বলেন। অন্য দিকে, নববধূ ঘোমটা টেনে নিরুত্তাপ ভাবে বসে থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দাবি, গান গাইতে গাইতে মঞ্চে আসা তরুণ নববধূর প্রাক্তন প্রেমিক এবং তিনিই তাঁর পুরনো ভালবাসার মানুষকে বিয়েতে গান গাওয়ার জন্য ডেকেছিলেন। বর্তমানে বিষয়টি একটি ‘ট্রেন্ড’-এ পরিণত হয়েছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘জিতা পোস্টিং এল’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। হইচই পড়েছে সমাজমাধ্যম জুড়ে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘এ রকম কাণ্ডের কথা আগে কখনও শুনিনি। আর প্রাক্তন প্রেমিকই বা কেমন! কেন আমন্ত্রণ গ্রহণ করেছিলেন তিনি?’’ অন্য এক জন লিখেছেন, ‘‘সাজপোশাক দেখে তো মনে হচ্ছে পাকিস্তানের বিয়ে।’’