বাড়ির বাইরে ডেলিভারি সংস্থার কর্মীর রেখে যাওয়া পার্সেল প্রায়ই গায়েব হয়ে যাচ্ছিল। কার কাজ, অনেক চেষ্টা করেও ধরতে পারছিলেন না তরুণ। ‘চোর’ ধরতে অবশেষে দরজার বাইরে গোপন ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। আর সেই ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতেই চমকে উঠলেন তিনি। চোরকে দেখে পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল তাঁর।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে আমেরিকায়। সমাজমাধ্যমে রেডিটে একটি পোস্ট করে ওই তরুণ জানিয়েছেন, প্রায়ই অনলাইনে জিনিসপত্র অর্ডার করতেন তিনি। তিনি বাড়িতে না থাকলে ডেলিভারি সংস্থার কর্মী সে সব জিনিস তাঁর দরজার বাইরেই রেখে যেতেন। কিন্তু তরুণ দেখেন, প্রায়ই তাঁর দরজার বাইরে থেকে খোয়া যাচ্ছে সে সব জিনিসপত্র। কম সময়ের মধ্যেই গায়েব হয়ে যাচ্ছে সেগুলি। কিন্তু কিছুতেই ‘চোর’ ধরা যাচ্ছে না।
আরও পড়ুন:
শেষমেশ বিরক্ত হয়ে দরজার বাইরে একটি গোপন ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেন তরুণ। ক্যামেরা বসানোর কিছু দিন পরে একই ভাবে গায়েব হয়ে যায় তাঁর একটি পার্সেল। সঙ্গে সঙ্গে দৌড়ে যান ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে। আর সেই ফুটেজ দেখেই হতবাক হয়ে যান। তরুণ দেখেন, তাঁর জিনিসপত্রের চোর কোনও মানুষ নয়, বরং এক পথকুকুর।
আরও পড়ুন:
তরুণ জানিয়েছেন, কুকুরটি তাঁর বাড়ির আশপাশেই ঘুরঘুর করত। কিন্তু সে যে অতি সন্তর্পণে তাঁর জিনিস গায়েব করে দিচ্ছে, তা ঘুণাক্ষরেও টের পাননি তিনি। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই স্থানীয় প্রাণী নিয়ন্ত্রণ কর্তাদের ডেকে পাঠান ওই তরুণ। তাঁরা এসে কুকুরটির পিছু নিয়ে তরুণের খোয়া যাওয়া পার্সেলগুলি উদ্ধার করেন। তবে সেগুলির বেশির ভাগই অক্ষত অবস্থায় ছিল।
আমেরিকার ওই তরুণ পুরো বিষয়টি প্রকাশ্যে আনার পরেই হইচই পড়েছে নেটমাধ্যমে। নেটাগরিকদের অনেকে ভিডিয়োটি দেখে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিস্ময়ও প্রকাশ করেছেন।