বন্যপ্রাণ নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। সেই বাড়তি কৌতূহলের বশে মানুষ মাঝেমধ্যে এমন কিছু কাজ করে বসে যার মাসুল তাদেরই দিতে হয়। লাভের লাভ কিছু হয় না, বদলে ক্ষতি হয় বিপুল। বন্যপ্রাণ নিয়ে সে রকমই বাড়াবাড়ি করতে গিয়ে বিপদে পড়ার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। ধু-ধু মরুভূমির মধ্যে হাতে সাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তরুণ। ‘বীরত্ব’ প্রমাণ করতে বার বার সাপটিকে চুমু খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু কোনও বারই সাপের ঠোঁটের সঙ্গে তাঁর ঠোঁটের স্পর্শ হচ্ছে না। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ফাঁকা মরুভূমিতে হাতে একটি সাপ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন তরুণ। সাপটিকে নিয়ে নানা কেরামতি দেখাচ্ছেন। কখনও সাপটির লম্বা জিভ বার করে দেখাচ্ছেন, কখনও সাপটির সঙ্গে কথা বলছেন। সাপটিও তক্কে তক্কে ছিল। সুযোগ পেলেই তরুণের দুঃসাহসে ঘা দেওয়ার জন্য তৈরি সাপটি। তরুণের হঠাৎ ইচ্ছা হল ভয়ানক সেই সরীসৃপটিকে চুমু খাওয়ার। তরুণের ঠোঁটের দিকে তাক করে বার বার এগিয়ে আসল সাপটি। ভাগ্যের জোরে সেই ‘প্রাণঘাতী চুমু’ থেকে বেঁচে যাচ্ছিলেন তরুণ। তাঁর সাহস আরও বেড়ে গেল। তরুণ নিজের মুখটি সাপটির মুখের আরও কাছে নিয়ে যেতে থাকলেন। আর তখনই নেমে এল বিপদ। লক্ষ্য স্থির রেখে এগিয়ে গেল সাপটি। তরুণের ভাগ্য এ বার আর সঙ্গ দিল না। সাপটি তরুণের নীচের ঠোঁটের ঠিক মাঝখানে ছোবল বসাল। সাপটিকে টেনেও নিজের ঠোঁটের থেকে আলাদা করতে পারলেন না তরুণ। সাপটি তার দাঁত দু’টি তরুণের ঠোঁটের মধ্যে বিঁধিয়ে রাখল। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
‘ওয়াইল্ডলাইফ আনসেন্সরড’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যে প্রায় দু’লক্ষ বার দেখা হয়েছে। ভয়ানক সরীসৃপকে নিয়ে তরুণের করা কীর্তি দেখে চমকে গিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়োটির শেষ ভাগ নেটাগরিকদের একাংশের মনে ধরেছে। তাঁরা মনে করছেন তরুণের সঙ্গে যেটা হয়েছে সেটা তাঁর প্রাপ্য। সাপকে নিয়ে কেরামতি দেখিয়ে তরুণ ঠিক করেননি বলে মত নেটাগরিকদের অনেকের।