চাষের ক্ষেতে গরু, ছাগল প্রভৃতি গৃহপালিত প্রাণী হামেশাই ঘুরে বেড়ায়। মানুষের সঙ্গে তাদের সখ্যের নানা গল্প চলে আসছে বহু যুগ ধরে। কিন্তু জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে ক্ষেতের ফসলে মুখ ঘষছে, এ রকম সচরাচর দেখা যা না। সেই হাড় হিম করা দৃশ্য চাক্ষুষ করলেন উত্তরপ্রদেশের পিলভিট জেলার মানুষ। সেই ভিডিয়োই সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কবে ঘটেছে ভিডিয়ো থেকে সেটাও স্পষ্ট ভাবে জানা যায়নি।
আরও পড়ুন:
ভিডিয়ো অনুসারে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলভিটে। উত্তরপ্রদেশের পিলভিট এবং শাহজাহানপুর জেলায় অবস্থিত পিলভিট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র থেকে বাঘটি বেরিয়ে লোকালয়ে চলে এসেছিল বলে মনে করা হচ্ছে। লোকালয়ে বাঘটির এই অবাধ বিচরণ ঘিরে হইচই শুরু হয়। স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। বন বিভাগের তরফ থেকে সেই অঞ্চলের লোকদের বাঘটিকে আঘাত না করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ক্ষেতের পাশের মেঠো রাস্তা ধরে ঘুরে বেড়াচ্ছে একটি বাঘ। ঘুরতে ঘুরতে মাঝেমধ্যে আবার ফসলে মুখও ঘষছে সে। সেই সময় দুই তরুণ সেই রাস্তায় বাইক নিয়ে ঢুকছিল। খোলা রাস্তায় বাঘকে ঘুরে বেড়াতে দেখে তাঁরা দাঁড়িয়ে পড়েন। বাইক থেকে নেমে তাঁরা অবাক চোখে বাঘটিকে দেখতে থাকেন। তাঁদের মধ্যে এক জন হাতে মোবাইল নিয়ে সেই বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করা শুরু করেন। কিন্তু বাঘমামার সেই বিষয়ে বিশেষ হুঁশ ছিল না। সে ফসলে গা ঘষাঘষি করতেই ব্যস্ত। ফসল থেকে মুখ ঘুরিয়ে এক বার বাইকের দিকে তাকাল বাঘটি। কিন্তু পাত্তা দিল না। বদলে ক্ষেতের পাশের রাস্তার উপর ছড়িয়ে থাকা ঘাসের চাদরে মন গেল তার। সেগুলির উপর পা ঘষে দেখে নিল ঘাসগুলি ঠিক কতটা নরম। তার পর থপ করে বসে পড়ল সেখানে। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।
‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রায় সাড়ে চার লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখা হয়েছে। ভিডিয়োটি ঘিরে হইচই শুরু হয়েছে সমাজমাধ্যমে। বহু নেটাগরিক বাঘটির সুরক্ষার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন।