Advertisement
E-Paper

বালিশের নীচে নড়াচড়া করছে কালো রঙের ‘বস্তু’, দেখে শিউরে উঠলেন যুবক! তার পর...

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, শ্বেতশুভ্র চাদর পাতা বিছানার উপর অগোছালো ভাবে পড়ে রয়েছে কম্বল, দু’জোড়া বালিশ। এক জন যুবক গিয়ে একটি বালিশ সরাতেই দেখা গেল শিউড়ে ওঠা দৃশ্য।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ০৮:২১
Venomous Cape cobra found under the pillow in South Africa, video goes viral

—প্রতীকী ছবি।

বিছানায় পিঁপড়ে দেখলেই আমরা আঁতকে উঠি। ব্যস্ত হয়ে পড়ি অযাচিত অতিথিদের তাড়ানোর জন্য। দিনের শেষে বাড়ি ফিরে সেই বিছানাতেই যদি দেখেন সাপ শুয়ে আছে, তা হলে? তা-ও যে সে সাপ নয়, বিষধর গোখরো প্রজাতির কেপ কোবরা! কী করবেন তখন?

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার এক ভয়ঙ্কর ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োটি দেখে গায়ের রোম খাড়া হতে বাধ্য। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, শ্বেতশুভ্র চাদর পাতা বিছানার উপর অগোছালো ভাবে পড়ে রয়েছে কম্বল, দু’জোড়া বালিশ। এক জন যুবক গিয়ে একটি বালিশ সরাতেই দেখা গেল শিউরে ওঠা দৃশ্য।

সাদা বালিশের নীচ থেকে উঁকি মারছে কুচকুচে কালো রঙের কেপ কোবরার লেজ। যুবকটির হাতে ছিল একটি মোবাইল। মোবাইলটি বিছানার অপর কোনায় দাঁড়িয়ে থাকা অন্য এক যুবকের হাতে ধরিয়ে দিয়ে আঁকশি নিয়ে এগিয়ে গেলেন তিনি। অপর যুবকটি সেই মোবাইলে ঘটনাটি ক্যামেরাবন্দি করেন। এক হাত দিয়ে লেজ ধরে টান মেরে ওই যুবক আঁকশি দিয়ে বার করে আনলেন সেই সাপকে। সরু, লম্বা আকারের সাপটি মুখ ঘুরিয়ে কামড়াতেও গিয়েছিল ওই ষুবককে। তবে সৌভাগ্যবশত সফল হয়নি। শোওয়ার ঘর থেকে বার করে সাপটিকে বসার ঘরে নিয়ে আসা হয়। সেখানে তাকে বন্দি করে নিয়ে যাওয়ার জন্য একটি পাইপের আকারের সাদা রঙের বাক্স রাখা ছিল। সুকৌশলে সাপটিকে সেই বাক্সের মধ্যে ভরে ঢাকনা আটকে দেওয়া হয়।

‘স্টেলেনবস্‌চ_স্নেক_রিমুভালস’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নেওয়া হয়েছে। ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয়েছে কেপ কোবরা দক্ষিণ আফ্রিকার অন্যতম বিষধর সাপ। ব্ল্যাক মাম্বার মতো এই সাপের কামড়েও দক্ষিণ আফ্রিকায় প্রতি বছর বহু মানুষ প্রাণ হারান। ভিডিয়োটি দেখে আতঙ্কিত নেটাগরিকেরা। বহু সমাজমাধ্যম ব্যবহারকারী কমেন্ট বক্সে তাঁদের উদ্বেগ প্রকাশ করেছেন।

Cobra Snake Cobra Rescue South Africa Viral Video
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy