Advertisement
E-Paper

‘ক্যানসার হয়েছে, চিকিৎসার জন্য টাকা লাগবে’, অনুদানের কোটি টাকা দিয়ে বাড়ি কিনলেন তরুণ!

মধ্য চিনের হুবেই প্রদেশের ইচ্যাংয়ে বসবাসকারী ল্যান ‘হজকিন’স লিম্ফোমা’ নামক বিরল প্রজাতির ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ২৯ বছর বয়সি ল্যান তখন একটি জনপ্রিয় ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মে তাঁর চিকিৎসার জন্য ন’লক্ষ ইউয়ান অনুদান চেয়ে আবেদন করেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ ১৩:৪৬
Man with cancer in china buys flat with donation money

—প্রতীকী ছবি।

ক্যানসার। এই মারণরোগের নাম শুনলেই কপালে পড়ে চিন্তার ভাঁজ। তবে এই রোগের নাম করে টাকা তুলে ফ্ল্যাট কেনার কথা শুনেছেন কখনও? সম্প্রতি চিনে এমনই একটি ঘটনা ঘটেছে।

চিনের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মধ্য চিনের হুবেই প্রদেশের ইচ্যাংয়ে বসবাসকারী ল্যান ‘হজকিন’স লিম্ফোমা’ নামক বিরল প্রজাতির ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। ২৯ বছর বয়সি ল্যান তখন একটি জনপ্রিয় ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মে তাঁর চিকিৎসার জন্য ন’লক্ষ ইউয়ান অনুদান চেয়ে আবেদন করেন। যা ভারতীয় মুদ্রায় এক কোটি টাকারও বেশি। ১৪ অক্টোবর থেকে তিনি সেই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হন এবং অনুদান সংগ্রহ করা শুরু করেন। সেখানে তিনি নিজেকে সাংহাইয়ের উত্তরে জিয়াংসু প্রদেশের নানজিং বিশ্ববিদ্যালয় থেকে ২০২০ সালের স্নাতক হিসাবে পরিচয় দিয়েছিলেন। তিনি আরও জানান যে, ক্যানসারে আক্রান্ত হওয়ার আগে তিনি দক্ষিণ চিনের গুয়াংঝুতে একটি বড় আন্তর্জাল সংস্থায় কাজ করতেন। সেই প্ল্যাটফর্মে তিনি আরও জানান, তাঁর পরিবারের আর্থিক অবস্থা দুর্বল হয়ে পড়েছে। তাঁর বাবার চিকিৎসায় বহু অর্থ ব্যয় হয়েছে এবং তাঁরা এখন ঋণের বোঝার তলায় দিন কাটাচ্ছেন। একটি ডাক্তারি শংসাপত্র দ্বারা তিনি তাঁর রোগের প্রমাণও দেন যেখানে লেখা ছিল, ‘‘রোগটি ফিরে এলে চিকিৎসা করা কঠিন।’’

চিনের জনপ্রিয় ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মে তহবিল সংগ্রহের এই আবেদন রাখার পর তিনি স্বাভাবিক ভাবেই দারুন সাড়া পান। ল্যানের বন্ধুরা জানিয়েছেন, তাঁর এই আবেদন সমাজমাধ্যম এবং তাঁর কলেজের পুরনো ছাত্রদের গ্রুপে ব্যাপক ভাবে প্রচারিত হয়েছিল। অল্প কিছু দিনের মধ্যেই তিনি সাত লক্ষ ইউয়ানেরও বেশি টাকা সংগ্রহ করে ফেলেন।

অনুদান দেওয়া লোকজন চমকে ওঠেন এর পরে। ল্যানের অ্যাকাউন্টে বড় অঙ্কের অনুদান জমা পড়ার কিছু দিন পড়েই তাঁর নতুন ফ্ল্যাটের ছবি একটি গ্রুপ চ্যাটে শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘‘এটি আমার নতুন বাড়ি। মোট মূল্য সাত লক্ষ ৩৮ হাজার ইউয়ান।’’ ল্যানের এই মেসেজ চাঞ্চল্যের সৃষ্টি করে। যাঁরা অনুদান দিয়েছিলেন তাঁরা সন্দেহ করেন যে, ল্যান অনুদানের টাকা দিয়ে নতুন ফ্ল্যাট কিনেছেন। সেই সন্দেহই এক প্রকার সত্যি হয়। খোঁজখবর করে জানা যায়, ল্যান বিয়ে করার জন্য করা একটি বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই বিজ্ঞাপনে ল্যান দাবি করেছেন তাঁর পরিবারের একাধিক সম্পত্তি রয়েছে, যার মধ্যে দু’টি ফ্ল্যাট রয়েছে যার মূল্য ১০ লক্ষ ইউয়ান (ভারতীয় মুদ্রায় ১ কোটি ১৭ লক্ষ টাকা)। ৩৮ লক্ষ ইউয়ানেরও বেশি মূল্যের বাণিজ্যিক সম্পত্তির কথাও লেখেন তিনি। তাঁর বার্ষিক আয় প্রায় দেড় লক্ষ ইউয়ান। কিন্তু ল্যান ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মে জানিয়েছিলেন যে, তিনি নাকি একটি মাত্র বাড়ির মালিক, যার মূল্য তিন-পাঁচ লক্ষ ইউয়ান এবং তাঁর একটি গাড়ি রয়েছে।

ফলস্বরূপ, ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মটি ৭ নভেম্বর একটি বিবৃতি প্রকাশের মাধ্যমে ল্যানের চ্যানেলটি বন্ধ করে দেয়। সেই বিবৃতিতে জানানো হয়েছিল যে ল্যান তাঁর পরিবারের আর্থিক অবস্থার কথা গোপন রাখার কারণে তাঁকে সেই অ্যাকাউন্ট থেকে বরখাস্ত করা হল। ভবিষ্যতেও তিনি আর কখনও সেখানে কোনও রকম আবেদন করতে পারবেন না। তবে ল্যান অনুদানের টাকা দিয়ে ফ্ল্যাট কেনার এই অভিযোগ অস্বীকার করে জানান যে, তিনি অনুদান থেকে পাওয়া অর্থের দু’লক্ষ ইউয়ান একটি নির্দিষ্ট মেয়াদি সঞ্চয় অ্যাকাউন্টে জমা করেছেন। এই মিথ্যাচারিতার জন্য ল্যানের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ করা হবে কি না সেটি এখনও জানা যায়নি।

Viral News Viral Story Cancer China donation Scam money
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy