মেঝের উপর পা তুলে বসেছিলেন এক তরুণী। তাঁর পাশে দাঁড়িয়েছিলেন এক তরুণ। এগিয়ে এসে তরুণীর কোলে বসে পড়লেন তরুণ। তাঁকে জড়িয়েও ধরলেন তরুণী। ভিডিয়োটি দেখে তাঁদের প্রেমিক-প্রেমিকা ভেবেছিলেন নেটাগরিকেরা। কিন্তু তরুণী রহস্য ফাঁস করতেই চমকে গেলেন অনেকে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘রামজ়িঅফিসিয়াল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানে এক জন তরুণীকে মেঝেয় বসে থাকতে দেখা গিয়েছে। তাঁর পাশে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণ। হঠাৎ তরুণীর কোলে বসে পড়লেন সেই তরুণ। তরুণ বসে পড়তেই তাঁকে জড়িয়ে ধরলেন তরুণী। এই দৃশ্য দেখে অনেকে ভেবেছিলেন তাঁরা প্রেমিক-প্রেমিকা। কেউ কেউ আবার মন্তব্য করেছিলেন, ‘‘তোমাদের জুটি খুব সুন্দর।’’ তবে ভিডিয়োটি পোস্ট করে তরুণী তাঁদের সম্পর্কের রহস্য ফাঁস করেন। তিনি জানান, তিনি তরুণের প্রেমিকা নন, মা।
ভিডিয়ো পোস্ট করার সময় সেখানে লেখা হয়েছে, ‘‘কম বয়সে মা হওয়ার সুবিধা।’’ এই ভিডিোয়টি দেখে চমকে যান নেটাগরিকদের একাংশ। এক জন নেটব্যবহারকারী আবার তরুণীর প্রশংসা করে লিখেছেন, ‘‘আপনাকে দেখে বোঝাই যায় না যে আপনার সন্তান এত বড় হয়ে গিয়েছে।’’