Advertisement
E-Paper

সান্তা টুপি পরে মহাশূন্যে বড়দিন পালন সুনীতাদের! ‘গভীর ষড়যন্ত্র’ খুঁজে পেল সমাজমাধ্যম

বড়দিন উদ্‌যাপনের সময়ে সুনীতার পরনে ছিল লাল রঙের একটি জামা, বাকি তিন নভোচারীর মাথায় ছিল লাল সান্তাটুপি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৪ ১২:৩৮
NASA astronauts Sunita Williams and Butch Wilmore celebrate Christmas on the International Space Station

(বাঁ দিকে) সুনীতা উইলিয়াম। লাল টুপি পরা অন্য নভোচারীরা (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে বড়দিন উদ্‌যাপনে মাতলেন সুনীতারা। মহাশূন্য থেকে পৃথিবীবাসীর উদ্দেশে শুভেচ্ছা জানিয়েছেন সুনীতা উইলিয়ামস। তাঁর সঙ্গে ছিলেন বুচ উইলমোর ও বাকি দুই সদস্য। আমেরিকার মহাকাশ গবেষণাকেন্দ্র নাসার পক্ষ থেকে বড়দিন উদ্‌যাপনের একটি ভিডিয়ো প্রকাশ করার পরই শুরু হয়েছে বিতর্ক। বড়দিন উদ্‌যাপনের সময়ে সুনীতার পরনে ছিল লাল রঙের একটি জামা, বাকি তিন নভোচারীর মাথায় ছিল লাল সান্তা টুপি। মহাকাশকেন্দ্রে আনা হয়েছিল ‘ক্রিসমাস ট্রি’, চকোলেট, ক্যান্ডি-সহ আনুষাঙ্গিক জিনিসপত্র। এত আয়োজন দেখে সমাজমাধ্যমে প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি মাত্র আট দিনের জন্য মহাকাশে যাওয়ার প্রস্তুতির সময়ে বড়দিন পালনের সাজসজ্জাও নিয়ে গিয়েছিলেন সুনীতারা? অনেকে আবার এর নেপথ্যে গভীর ষড়যন্ত্রও খুঁজে পেয়েছেন।

বড়দিন উদ্‌যাপনের ছবি দেখে মনে হয়েছে মহাকাশে নয়, যেন পৃথিবীর মাটিতেই আছেন নভোচারীরা। কোনও আয়োজনের খামতি ছিল না। সেই দেখে এক জন সমাজমাধ্যমে প্রশ্ন তুলেছেন, ‘‘কয়েক মাস আগেই কি তাঁরা মহাকাশে ক্রিসমাস সজ্জা নিয়ে এসেছিলেন?’’ এক জন সমাজমাধ্যম ব্যবহারকারী জিজ্ঞাসা করেন, ‘‘মহাকাশে টুপি এবং সজ্জা বিতরণ করেছেন কে?’’

বিতর্ক শুরু হতেই মুখ খুলেছে নাসা। সংবাদমাধ্যমে নিউ ইয়র্ক পোস্টে জানানো হয়েছে, নভেম্বর মাসে স্পেস এক্সের নভোযান নভোচারীদের প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করতে যায়। তিন টন জিনিসের মধ্যে ছিল উৎসবের খাবার, সাজসজ্জা এবং বৈজ্ঞানিক সরঞ্জাম। নভোচারীদের জন্য পাঠানো বিশেষ খাবারের মধ্যে হ্যাম, টার্কি, সব্জি এবং পাই ছিল। নাসা জানিয়েছে, আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে বছরে একাধিক বার মহাকাশচারীদের প্রয়োজনীয় জিনিস সরবরাহ করা হয়।

Sunita Williams NASA Chrismas Santa Claus Space SpaceX
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy