চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা করাচিতে। সূচি অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউ জ়িল্যান্ড ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু হবে। তার আগে মঙ্গলবার নতুন করে গড়া করাচি স্টেডিয়ামের উদ্বোধন হয়েছে। আর সেই উদ্বোধনী অনুষ্ঠানেই বিশৃঙ্খলার সাক্ষী থাকল পাকিস্তান। নবনির্মিত স্টেডিয়ামে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল পাক জনতা। এমনকি, প্রিয় ক্রিকেটারদের এক ঝলক দেখতে স্টেডিয়ামে প্রবেশ করার মরিয়া চেষ্টায় স্টেডিয়ামের প্রাচীর এবং রেলিং থেকে ঝাঁপ দিতেও দেখা গিয়েছে উন্মত্ত জনতাকে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, করাচি স্টেডিয়ামের উদ্বোধনের সময় পিছনের দিক থেকে প্রাচীর বেয়ে পিল পিল করে উপরে উঠছেন অনেক মানুষ। নিজেরা ওঠার পাশাপাশি, অন্যদেরও হাত ধরে তুলে নিচ্ছেন কয়েক জন। উদ্দেশ্য, প্রিয় ক্রিকেটারদের দেখা। কিছু ক্ষণের মধ্যেই সেখানে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। যদিও কোনও নিরাপত্তারক্ষীকে স্টেডিয়ামের আশপাশে দেখতে পাওয়া যায়নি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি মঙ্গলবার এক্স-এ পোস্ট করা হয়। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লক্ষাধিক বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের ঝ়়ড় উঠেছে। ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্যও করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এমনটা কেবল পাকিস্তানেই সম্ভব। উন্নয়ন হোক, এমনটা পাকিস্তানি জনগণ চান না।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এই জন্যই পাকিস্তানে ভাল কিছু হওয়া সম্ভব নয়।’’
আরও পড়ুন:
উল্লেখ্য, মঙ্গলবার স্টেডিয়াম উদ্বোধনের পর পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি স্টেডিয়ামের সংস্কারের সঙ্গে যুক্ত কর্মীদের কৃতজ্ঞতা প্রকাশ করেন। নকভি বলেন, ‘‘আমি এই কর্মীদের উৎসর্গকে কুর্নিশ জানাই। তাঁদের অবিশ্বাস্য প্রচেষ্টা একটি বিশ্বমানের স্টেডিয়ামে পরিণত করেছে।’’