মধ্যরাতে দরজায় টোকা। কাঠে আঁচড়ানোর শব্দ। দরজা খুলতেই হা়ড়হিম হয়ে গেল যুবকের। জ্বলন্ত দু’টি চোখ দেখে ভয়ে সঙ্গে সঙ্গে দরজা বন্ধও করে দিলেন। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ক্যামেরাবন্দি হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট হয়নি।
আরও পড়ুন:
কিন্তু দরজা খুলে ওই যুবক কী এমন দেখলেন যে ভয়ে আঁতকে উঠেলেন? ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, দরজায় আঁচড়ানোর শব্দ পেয়ে ভিতর থেকে চাবি ঘুরিয়ে দরজা খুলছেন এক যুবক। তবে দরজাটি অল্প খোলার পরেই তিনি থমকে যান। দেখেন, দরজার ঠিক বাইরে জ্বলজ্বলে চোখে ওঁত পেতে বসে রয়েছে একটি বিশাল বাঘ। যুবকের সঙ্গে বাঘটির চোখাচোখি হতেই তিনি আঁতকে ওঠেন। বাঘ ঝাঁপিয়ে পড়ার আগেই দরজা বন্ধ করে দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
‘অ্যামেজিং নেচার’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষের নজর কেড়েছে সেই ভিডিয়ো। প্রায় দু’কোটি বার দেখা হয়েছে, সমাজমাধ্যমে ঝড় তুলেছে ভিডিয়োটি। অনেকেই ভিডিয়োটি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন। আবার মজার মজার মন্তব্যও করেছেন অনেকে। এক জন লিখেছেন, ‘‘কল্পনা করুন দরজা বন্ধ করার আগেই বাঘটি ঝাঁপিয়ে পড়ল! তখন?’’