Advertisement
E-Paper

বর এক কনে দুই! মজা করে বিয়ের আমন্ত্রণপত্র ছাপিয়ে ফাঁপরে বর, পুলিশ আসায় বন্ধই হয়ে গেল বিয়ে

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১১:১৯
a wedding featuring one groom and two brides

—প্রতীকী ছবি।

বিয়ের মণ্ডপে কালো স্যুট পরে দাঁড়িয়ে আছেন এক তরুণ। তাঁর পাশে সাদা গাউন পরে দাঁড়িয়ে বধূবেশী দুই তরুণী। পাত্র এক, পাত্রী দুই। এক জন বান্ধবী, অপর জন প্রাক্তন স্ত্রী। দুই তরুণীকে স্ত্রীরূপে পাওয়ার ইচ্ছা অবশ্য পূর্ণ হয়নি তরুণের। ১০ এপ্রিল বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হলেও পুলিশ এসে সেই বিয়ে ভেঙে দেয়। ঘটনাটি ঘটেছে চিনের গুইঝো প্রদেশের বিজিতে। বর ও দুই কনের ছবিসমেত আমন্ত্রণপত্র ছাপিয়ে তা অতিথিদের পাঠানোও হয়েছিল। সমাজমাধ্যমে সেই আমন্ত্রণপত্রটি ছড়িয়ে পড়তেই পুলিশের নজরে আসে।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে শহরের একটি বিলাসবহুল স্থান সেঞ্চুরি জিয়াউয়ান ব্যাঙ্কোয়েট সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চিনে দ্বিতীয় বিয়ে অবৈধ। অদ্ভুত এই বিয়ের পরিকল্পনাটি সমাজমাধ্যমে ভাইরাল হওয়ায় পুলিশ আসে এবং শেষ পর্যন্ত তা বাতিল করে দেওয়া হয়। সমাজমাধ্যমে অনেকে দাবি করেছেন যে তাঁরা পরিস্থিতি সম্পর্কে অবহিত। তাঁরা জানান, কনেদের মধ্যে এক জন তরুণের প্রাক্তন স্ত্রী এবং অন্য জন তাঁর বর্তমান বান্ধবী। এই বিয়েতে তিন পরিবারেরই সম্মতি রয়েছে বলে কয়েক জন দাবি তুলেছেন।

পুলিশ বিষয়টি তদন্ত করে নিশ্চিত করেছে যে ছবিতে থাকা এক তরুণী বরের প্রাক্তন স্ত্রী। পুলিশ জানিয়েছে, সমাজমাধ্যমের মনোযোগ আকর্ষণ করতেই এই ধরনের আমন্ত্রণপত্র এবং ছবি তৈরি করেছিলেন তাঁরা। পরে বর জানান যে তিনি তাঁর বান্ধবীর সঙ্গেই বিয়ের পরিকল্পনা করছিলেন। আমন্ত্রণপত্রটি রসিকতার অংশ ছিল বলে দাবি করেছেন তিনি। যেখানে বিয়ের অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল সেই ব্যাঙ্কোয়েট সেন্টার একটি বিবৃতি প্রকাশ করেছে। তারা জানিয়েছে, অনুষ্ঠানটি বুকিংয়ের সময় তারা জানত না এটি তিন জনের বিবাহের অনুষ্ঠান। আইন মানা হয়নি দেখে এই বুকিং বাতিল করা হয়েছে বলে জানান তারা। যেহেতু চিনে দু’টি বিবাহ অবৈধ, তাই এই তিন জনের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেওয়া হবে কি না তা এখনও জানা যায়নি।

China Wedding Social Post
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy