Advertisement
E-Paper

প্রাক্তন প্রেসিডেন্টের মামলা চলার সময় দুষ্টু ভিডিয়ো চালালেন তাঁরই আইনজীবী! হইচই আদালতকক্ষে

প্রতিবেদন অনুযায়ী, মার্লিন আদালতকক্ষে যে ভিডিয়োটি চালিয়েছিলেন, সেটি কৃত্রিম মেধার সাহায্যে তৈরি একটি দুষ্টু ভিডিয়ো। সেখানে প্রথমে এক জন বামনকে মদের ক্যান হাতে নাচতে দেখা গিয়েছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ১০:৩৫
Prosecutor accidentally plays naughty video during high profile case in Colombia

—প্রতীকী ছবি।

গুরুত্বপূর্ণ মামলা চলছিল আদালতে। জোর যুক্তিতর্ক চলছিল বাদী-বিবাদী— দু’পক্ষের মধ্যে। এর মধ্যেই গুরুত্বপূর্ণ প্রমাণ আদালতের সামনে পেশ করার জন্য একটি ভিডিয়ো চালান এক আইনজীবী। আর তখনই ঘটে যায় বিপত্তি। প্রমাণের ভিডিয়ো চালানোর বদলে ওই আইনজীবী একটি দুষ্টু ভিডিয়ো চালিয়ে দেন। আর তা নিয়েই হইচই পড়ে। হতবাক হয়ে যান বিচারক-সহ আদালতে উপস্থিত বাকিরা। অপ্রস্তুতে পড়ে পড়েন ওই আইনজীবীও।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চাঞ্চল্যকর সেই ঘটনাটি ঘটেছে কলম্বিয়ার একটি আদালতে। কলম্বিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আলভারো উরিবের একটি সংবেদনশীল মামলা চলছিল ওই আদালতে। আর তাঁর আইনজীবীই দুষ্টু ভিডিয়ো চালিয়ে কাণ্ডটি ঘটান। কলম্বিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের হয়ে সওয়াল করা ওই মহিলা আইনজীবীর নাম মার্লিন ওরজুয়েলা বলে জানা গিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মার্লিন আদালতকক্ষে যে ভিডিয়োটি চালিয়েছিলেন, সেটি কৃত্রিম মেধার সাহায্যে তৈরি একটি দুষ্টু ভিডিয়ো। সেখানে প্রথমে এক জন বামনকে মদের ক্যান হাতে নাচতে দেখা গিয়েছিল। তবে, কিছু ক্ষণ পরে সেখানে এক মহিলাকে নগ্ন হয়ে নাচতে দেখা যায়। ভুল বুঝতে পেরে তৎক্ষণাৎ ভিডিয়োটি বন্ধ করে দেন মার্লিন। আদালতের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘‘মহামান্য আদালতের কাছে আমি ক্ষমা চাইছি। আমি একটি ভিডিয়ো প্রমাণ হিসাবে দেখাতে চেয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে এমনটা ঘটবে।’’

খবরটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে নেটমাধ্যম জুড়ে। নেটাগরিকদের অনেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন।

Bizarre columbia Court
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy