গন্তব্যে পৌঁছনোর তাড়া ছিল তরুণীর। রাস্তায় ফাঁকা অটো দেখে চটপট উঠে যান তিনি। তবে অটোয় ওঠার পর চমকে যান তরুণী। অটোর ভিতর চারদিকে জ্বলছে চকমকে আলো। ঘুরে বেড়াচ্ছে মাছও। চালকের আসনের পিছনে রয়েছে একটি মাছভর্তি অ্যাকোয়ারিয়ামও। লোভ সামলাতে না পেরে অটোর অন্দরসজ্জার ভিডিয়ো তুলে ফেললেন তরুণী যাত্রী। সমাজমাধ্যমে সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘দ্যাটস্সোসাক্ষী’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, অটোর চালকের আসনে পিছনে লাগানো রয়েছে একটি অ্যাকোয়ারিয়াম। সেই অ্যাকোয়ারিয়ামের ভিতর রয়েছে রঙবেরঙের মাছও। যাত্রীদের চোখের সামনেই সেই অ্যাকোয়ারিয়াম রাখা।
সাজসজ্জার জন্য অটোর ভিতর জ্বলছে চকমকে আলোও। অটোচালক তাঁর গাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতে ‘ডিস্কো লাইট’ লাগিয়েছেন। পুণের এক অটোচালক তাঁর অটো এ ভাবে সাজিয়েছেন। অটোর অন্দরসজ্জার ভিডিয়ো সমাজমাধ্যমে ঘোরাফেরা করতে তা নজর কেড়েছে অধিকাংশ নেটব্যবহারকারীদের। এক জন নেটাগরিক এই প্রসঙ্গে মন্তব্য করেছেন, ‘‘অটোর ভিতর ডিস্কো লাইট এবং অ্যাকোয়ারিয়াম লাগানোর কারণে কি যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হয়?’’