একসঙ্গে অভিনয় করেছেন। প্রেম করেছেন। বিচ্ছেদ হয়েছে। দু’জনে আলাদা সংসার বেঁধেছেন। বহু বহু বছর কথা বলাই নাকি বন্ধ ছিল করিনা কপূর খান এবং শাহিদ কপূরের। বলিপাড়ার কোনও অনুষ্ঠানে দেখা হলেও না দেখার ভান করতেন দু’জনে। কিন্তু সেই বরফ অবশেষে গলল। বলিউডের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে করিনা এবং শাহিদ দু’জনেই রাজস্থানের জয়পুরে গিয়েছিলেন। মঞ্চে শাহিদকে দেখে তাঁকে জড়িয়ে ধরলেন করিনা। খোশমেজাজে গল্পও করলেন দুই তারকা। তবে বহু বছর পার হলেও প্রাক্তন প্রেমিকার দিক থেকে যেন নজর সরছিল না শাহিদের।
করিনা যখন তাঁর সঙ্গে গল্প করছিলেন, তখন শাহিদ হাসিমুখে নায়িকার দিকে তাকিয়েছিলেন। আবার করিনা যখন মাইক হাতে কথা বলছিলেন, তখনও একই ভাবে নায়িকার দিকে তাকিয়েছিলেন শাহিদ। ঘটনাস্থলে উপস্থিত ছবিশিকারিদের ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়েছে। সমাজমাধ্যমে ছড়িয়েও পড়েছে দুই বলি তারকার সেই ভিডিয়োগুলি (যদিও এই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
জয়পুরে তিন দিন ধরে বলিপাড়ার নামকরা এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে। সেই উপলক্ষে সেখানে উপস্থিত হয়েছেন বলিউডের জনপ্রিয় তারকারা। অনুষ্ঠান চলাকালীন মঞ্চে একসঙ্গে দেখা গেল শাহিদ এবং করিনাকেও। তাঁদের পুরনো সম্পর্ক বলিপাড়ায় বহুলচর্চিত। সম্পর্কে ইতি টানার পর দু’জনের মধ্যে কথাও বন্ধ হয়ে যায়। কোনও অনুষ্ঠানে দেখা হলেও তাঁরা একে অপরকে সতর্ক ভাবে এড়িয়ে যেতেন। সেই দৃশ্যও ধরা পড়ত পাপারাৎজ়িদের ক্যামেরার লেন্সে। তবে শনিবার দুই তারকাকে যেন অন্য রূপে দেখা গেল। মঞ্চে শাহিদকে দেখেই তাঁকে জড়িয়ে ধরলেন করিনা।
শাহিদের পিছনে দাঁড়িয়েছিলেন বলি পরিচালক এবং করিনার কাছের বন্ধু কর্ণ জোহর। কর্ণকেও জড়িয়ে ধরলেন করিনা। তার পর শাহিদের পাশে দাঁড়িয়ে গল্পে বুঁদ হয়ে গেলেন অভিনেত্রী। হাসিঠাট্টায় তাঁরা গল্প করছিলেন ঠিকই, তবে কথোপকথনের পুরো সময় জুড়ে করিনার দিকে তাকিয়েছিলেন শাহিদ। করিনা অবশ্য গল্প করতেই ব্যস্ত। আবার করিনা যখন মাইকে শ্রোতাদের সঙ্গে আলাপচারিতা করছিলেন, তখনও শাহিদ একদৃষ্টে তাকিয়েছিলেন অভিনেত্রীর দিকে। পুরনো প্রেমে অদ্ভুত মুগ্ধতা যেন। তবে এই মুগ্ধতা কি একতরফা?
কারণ, শাহিদের সঙ্গে কথা বলার সময় সে ভাবে তাকাননি করিনা। আবার অভিনেতা যখন শ্রোতাদের সঙ্গে কথা বলছিলেন, তখন কার্তিক আরিয়ানের সঙ্গে গল্প করতে দেখা যায় করিনাকে। প্রাক্তন প্রেমিকের দিকে বিশেষ নজর দেননি তিনি। শাহিদ এবং করিনার এই সাক্ষাতের ভিডিয়ো ছড়িয়ে পড়লে তাঁদের অনুরাগীদের একাংশের দাবি, ‘‘এ যেন সমান্তরাল বিশ্বের গল্প, যেখানে করিনা এবং শাহিদ একসঙ্গে রয়েছেন।’’
আবার বলিপাড়ার অধিকাংশের দাবি, এ নেহাতই সৌজন্যবিনিময়। করিনার সঙ্গে দেখা হওয়ার প্রসঙ্গ নিয়ে অনুষ্ঠানে শাহিদকে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, ‘‘আমাদের কাছে দেখা হওয়াটা নতুন কিছু নয়। আজকে মঞ্চে দেখা হয়েছে। তা ছাড়াও যখন তখন দেখা হয়ে যায় আমাদের। যদি আমাদের একসঙ্গে দেখে লোকজনের ভাল মনে হয়, তা হলে ভাল।’’