Advertisement
৩০ মার্চ ২০২৩
Viral News

viral: মাত্র তিনটি শব্দ, এটাই কি বিশ্বের ক্ষুদ্রতম ইস্তফাপত্র?

ছোট এবং বাহুল্য বর্জিত! যাঁরা ইস্তফাপত্রটি দেখেছেন তাঁরা মনে করছেন, এর থেকে অল্প কথায় বসকে বিদায় জানানো যেত না।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ জুন ২০২২ ১৪:১১
Share: Save:

এক কথায় উত্তর ইদানীং বেশ জনপ্রিয়। এ বার টুইটারে খোঁজ দিল তিন শব্দের ইস্তফাপত্রের।

Advertisement

সম্বোধন আর বিদায় সম্ভাষণের মাঝে গুনে গুনে ঠিক তিনটি শব্দ। সেই তিনটি শব্দেই চাকরিতে ইস্তফা দেওয়ার যাবতীয় বক্তব্য শুরু এবং শেষও হয়ে গিয়েছে! দেখে নেটিজেনরা অবাক তো হয়েছেনই, একই সঙ্গে অল্প কথায় সসম্মানে বসকে বিদায় জানানোর উপায় খুঁজে পেয়ে আপ্লুতও হয়েছেন।

ইস্তফাপত্রের ছবিটি শেয়ার করেছিলেন এক টুইটার ব্যবহারকারী। কী লেখা আছে তাতে?

Advertisement

ঊর্ধ্বতনকে ‘ডিয়ার স্যর’ বলে সম্বোধন করার পর, চিঠির বিষয়ের নীচে শুধু লেখা ‘বাই বাই স্যর’। তার পর বিদায় সম্ভাষণ এবং স্বাক্ষর। এটুকুই।

কর্মক্ষেত্রের ভাল বা খারাপ অভিজ্ঞতার ব্যাখ্যা নেই। চাকরি ছাড়ার কারণ নেই। নেই কৃতজ্ঞতা জানানোর ধূমও। ‘ছোট এবং মিষ্টি’— ছবিটি টুইটারে দিয়ে বিবরণে লিখেছেন কাবেরী নামের এক ব্যবহারকারী।

সেই ছবি ইন্টারনেটে আসতেই ভাইরাল হয়ে গিয়েছে। অনেকেই এই ধরনের ছোট ইস্তফাপত্র পাওয়া এবং দেওয়ার অভিজ্ঞতাও শেয়ার করেছেন। তবে দেখা গিয়েছে, তাদের কোনওটিই এই ইস্তফাপত্রটিকে দৈর্ঘ্যে টেক্কা দিতে পারেনি।

অনেকেই প্রশ্ন করেছেন, তবে এটিই কি বিশ্বের খুদ্রতম ইস্তফাপত্র!

এক টুইটার ব্যবহারকারী এর জবাবে জানিয়েছেন, ‘নাহ! আরও ছোট হতে পারত। দু’টি বাই না লিখে একটি লিখলেই বোঝা যেত বিষয়টি। সেক্ষেত্রে আরও ছোট হত পদত্যাগের চিঠিটি।’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.