জঙ্গল থেকে ঘোরাঘুরি করতে বেরিয়েছিল বাঘমামা। হাঁটতে হাঁটতে একেবারে দুর্গের কাছে পোঁছে যায় সে। পাঁচিল টপকে সেখানেই উঠে পড়ে বাঘটি। দুর্গের সামনে পার্কিং লটে রাখা অজস্র গাড়ি এবং বাইক। জঙ্গল থেকে বেরিয়ে সোজা দুর্গের পার্কিং লটে পৌঁছে গিয়েছে বাঘ। সেখানেই জিরিয়ে নেওয়ার জন্য বসে পড়ে সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
আরও পড়ুন:
‘রণথম্ভোরপার্ক’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, পার্কিং লট ঘেরা পাঁচিলের উপর লাফিয়ে উঠেছে একটি বাঘ। একটু ঘোরাঘুরি সেরে সেখানেই বসে পড়ে বাঘটি। ঘটনাটি রাজস্থানের রণথম্ভোর দুর্গে ঘটেছে। সেই দুর্গ থেকে ঢিলছোড়া দূরত্বে রয়েছে রণথম্ভোর জাতীয় উদ্যান। সেখান থেকেই বাঘটি দুর্গে চলে গিয়েছে।
যদিও সে আবার যথাস্থানে ফিরে গিয়েছিল। কাউকে আক্রমণ করেনি বাঘটি। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘ঘুরতে গিয়ে যদি দেখি যে পাঁচিলের উপর কুকুর-বিড়ালের পরিবর্তে বাঘ বসে রয়েছে, তা হলে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলব আমি।’’ আবার এক নেট ব্যবহারকারী মজা করে মন্তব্য করেছেন, ‘‘বাঘের শখ হয়েছে গাড়িতে চড়ে শহর ভ্রমণ করার। তাই সোজাসুজি পার্কিং লটে গিয়ে হাজির হয়েছে।’’