মাদকের নেশায় বুঁদ হয়ে বিমানবন্দরে ভিতরে একরত্তিকে তুলে আছাড় মারলেন এক তরুণ। রাশিয়ার একটি বিমানবন্দরে বেলারুশীয় পর্যটক দু’বছরের একটি শিশুকে তুলে নিয়ে আচমকা মেঝেয় আছড়ে ফেলেন। শিশুটির মাথা ও মেরুদণ্ডে আঘাত লাগার ফলে সে কোমায় চলে গিয়েছে বলে জানা গিয়েছে। শিশুটি তাঁর অন্তঃসত্ত্বা মায়ের সঙ্গে ইরান থেকে রাশিয়ায় আসার পর এই ঘটনাটি ঘটেছে। ৩১ বছর বয়সি ভ্লাদিমির ভিটকভ নামে অভিযুক্ত তরুণকে পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। বিমানবন্দরের সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই মর্মান্তিক দৃশ্যটি। ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই তা নজর কেড়েছে। ভিডিয়ো দেখে আতঙ্কে শিউরে উঠেছেন নেটাগরিকেরা। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
দ্য সানের প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো ওব্লাস্টের খিমকি শহরের শেরেমেতিয়েভো বিমানবন্দরে শিশুটি মায়ের সঙ্গে এসেছিল। সজোরে মাটিতে আছাড় মারার ফলে শিশুটির খুলি ফেটে গিয়েছে এবং মেরুদণ্ডে গুরুতর আঘাত লেগেছে। শিশুটির মা যখন একটি চেয়ার আনতে কিছু ক্ষণের জন্য দূরে গিয়েছিলেন তখনই ঘটনাটি ঘটে। রুশ সংবাদমাধ্যমে বলা হয়েছে, শিশুটির পরিবার চলমান ইরান-ইজ়রায়েল সংঘাতের ফলে রাশিয়ায় পালিয়ে এসেছিল। অভিযুক্ত ভিটকভ সাইপ্রাস অথবা মিশর থেকে রাশিয়ায় এসেছিলেন বলে পুলিশ সূত্রে খবর। ভিটকভের নিজেরও ওই শিশুটির বয়সি একটি মেয়ে রয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশের সন্দেহ, অভিযুক্ত ব্যক্তি সেই সময় মাদকাসক্ত ছিলেন। তাঁর রক্তে গাঁজার উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছে এবং কিছু সংবাদ প্রতিবেদনে এ-ও দাবি করা হয়েছে যে ঘটনার সময় তিনি মাদক বহনও করছিলেন। ভিডিয়োটি এক্স হ্যান্ডলে ‘আন্ডার ওয়াশিংটন’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘মানুষের দেহে এক দৈত্যকে দেখলাম। এত নিষ্ঠুর কী ভাবে হতে পারে এক জন মানুষ।’’ দ্বিতীয় নেটাগরিক লিখেছেন, ‘‘অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত।’’