Advertisement
২৬ এপ্রিল ২০২৪

Viral: ভয়ঙ্কর ঝড়ে একে অপরকে আঁকড়ে, ভালবাসার বন্ধন শেখাল দু’টি পাখি

ভিডিয়ো শেয়ার করে অফিসার লিখেছেন, ‘জীবনে যত বড় ঝড়ই আসুক, যারা সত্যি ছের মানুষ তারা এ ভাবেই সবটুকু দিয়ে পাশে থাকে।’

ছবি : টুইটার থেকে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ জুলাই ২০২২ ১৭:৩০
Share: Save:

দুমড়ে দেওয়া ঝড়ে আরও বেঁধে বেঁধে থাকতে হয়, ইন্টারনেটকে শেখাল এক জোড়া ঘুঘু পাখি। প্রবল ঝড়ে তাঁদের একে অপরকে আঁকড়ে বাঁচার চেষ্টা দেখে তাজ্জব দর্শকেরা। তাঁরা বলছেন, পরিস্থিতি প্রতিকূল হলে কী ভাবে বাঁচতে হয় তা প্রকৃতিই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে।

দৃশ্যটি একটি ভিডিয়ো টুইটারে শেয়ার করেছেন দীপাংশু কাবরা নামে ছত্তীসগঢ়ের এক আইপিএস অফসার। ভিডিয়োটি পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যে ১৮ লক্ষ বার দেখা হয়ে গিয়েছে। ১০ হাজার মানুষ ভিডিয়োটি শেয়ার করেছেন। পছন্দ করেছেন ৬৫ হাজার মানুষ।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে গাছের নীচে একটি তারে বসা দু’টি ঘুঘু পাখিকে। দু’জনেই একে অন্যের গা ঘেঁষে বলে আছে। ঝড় আটকাতে একজনকে আরেকজনের আড়াল করছে ডানা দিয়ে।

ভিডিয়োর ক্যাপশনে ওই আইপিএস অফিসার লিখেছেন, ‘জীবনে যত বড় ঝড়ই আসুক, যারা সত্যি ছের মানুষ তারা এ ভাবেই সবটুকু দিয়ে পাশে থাকে।’

ওই ভিডিয়ো বহুবার শেয়ার করেছেন নেটাগরিকরা। কেউ লিখেছেন, ‘প্রকৃতির থেকেই জীবনের শিক্ষা পাওয়া যায়’। তো কেউ বলেছেন, ‘যত জোড়ালো ঝড় তত জোড়ালো সম্পর্কের বাঁধন।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE