Advertisement
E-Paper

জ্বলন্ত আগ্নেয়গিরির সামনে ট্রেক! ‘মৃত্যু’র চোখে চোখ রেখে হাঁটছেন দুই যুবক, ভাইরাল ভয়ঙ্কর ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ ডিসেম্বর কিলাউইয়ায় সর্বশেষ অগ্ন্যুৎপাত হয়। প্রায় ছ’ঘণ্টা ধরে চলে লাভা উদ্‌গীরণ। মার্কিন ভূতাত্ত্বিক সর্বেক্ষণের তরফে অগ্ন্যুৎপাতের ঘটনা লাইভস্ট্রিম করে দেখানো হয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৩:৩৬
Two young men spotted trekking near Hawaii’s Kilauea Volcano dangerously during eruption

—প্রতীকী ছবি।

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় বিপজ্জনক ভাবে তার কাছে ট্রেকিং করছেন দুই যুবক। ক্যামেরাবন্দি করছেন নিজেদের! চাঞ্চল্যকর তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি হইচই ফেলেছে সমাজমাধ্যমে। ঘটনাটি ঘটেছে হাওয়াইয়ের কিলাউইয়া আগ্নেয়গিরির কাছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ ডিসেম্বর কিলাউইয়ায় সর্বশেষ অগ্ন্যুৎপাত হয়। প্রায় ছ’ঘণ্টা ধরে চলে লাভা উদ্‌গীরণ। মার্কিন ভূতাত্ত্বিক সর্বেক্ষণের তরফে অগ্ন্যুৎপাতের ঘটনা লাইভস্ট্রিম করে দেখানো হয়। কিন্তু সেই লাইভস্ট্রিমের সময় দেখা যায়, সক্রিয় আগ্নেয়গিরির কাছে সীমিত অঞ্চলে বিপজ্জনক ভাবে হাঁটছেন দুই যুবক। ট্রেকিং করছেন তাঁরা। তাঁদের এক জনকে কিলাউইয়ার চূড়ায় সরকারের বসানো ক্যামেরার সামনে হেঁটে যেতে এবং সে দিকে তাকিয়ে হাত নাড়তেও দেখা যায়। তাঁর কিছুটা পিছনে জ্বলন্ত লাভা বেরিয়ে আসছিল কিলাউইয়া আগ্নেয়গিরি থেকে। প্রায় দু’মিনিট পরে দুই যুবক ক্যামেরার আড়ালে চলে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। দৃশ্যটি দেখে হতবাক হয়ে গিয়েছেন সরকারি কর্তারাও। কারণ, নিরাপত্তা এবং অগ্ন্যুৎপাতের ঝুঁকির কারণে জনসাধারণের জন্য ওই আগ্নেয়গিরির কাছে যাওয়া সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ।

ভূতাত্ত্বিক কেটি মুলিকেনের মতে, অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয়গিরি পর্যবেক্ষণের জন্য কোনও কর্মী ওই এলাকায় উপস্থিত ছিলেন না। কী ভাবে দু’জন এত বিপজ্জনক এবং সীমাবদ্ধ অঞ্চলে প্রবেশ করে ট্রেক করলেন, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন তিনি। ওই দু’জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি তুলেছেন। ঘটনাটি দর্শক এবং বিশেষজ্ঞ— উভয়ের মধ্যেই উদ্বেগের জন্ম দিয়েছে। কর্তৃপক্ষ বার বার সতর্ক করেছেন, অগ্ন্যুৎপাতের সময় লাভা থেকে যেমন মৃত্যুর আশঙ্কা থাকে, তেমনই প্রাণহানির আশঙ্কা থাকে বিষাক্ত গ্যাস থেকে।

আগ্নেয়গিরির কাছে দুই যুবকের ট্রেকিংয়ের ভিডিয়ো পোস্ট করা হয়েছে সংবাদমাধ্যম ‘এবিসি নিউজ়’-এর ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এঁরা কারা? এঁদের কি প্রাণের মায়া নেই!’’

Viral Video Volcano hawaii
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy