তালা ভাঙাই কাজ তাঁর। যে কোনও ধরনের তালা হাতের জাদুতে খুলে যায় চোখের নিমেষে। অথচ সেই চাবি তৈরির কারিগরের ভ্যানেই পড়ল তালা। পোষ্যের কারণে ভ্যানের দরজা ভিতর থেকে বন্ধ হয়ে যাওয়ায় তিনি ঢুকতে পারছেন না গাড়িতে। ইংল্যান্ডের বাসিন্দা ৩১ বছরের পিটার ম্যাকান পেশায় এক জন চাবি তৈরির বিশারদ। এক গ্রাহকের বা়ড়ি যাওয়ার সময় নিজের ভ্যানের চাকায় হাওয়া দিতে ভ্যান ছেড়ে বেরোন তিনি। তার পরেই ঘটে বিপত্তি।
চাকায় হাওয়া ভরে এসে গাড়িতে ঢুকতে গিয়ে তিনি দেখেন দরজা খুলছে না। ভ্যানের ভিতরে রয়েছে তাঁর দুই পোষ্য। এই দুষ্কর্মটি এক পোষ্যেরই। সংবাদমাধ্যম সূত্রে খবর, ম্যাকানের ফরাসি বুলডগ কোনও ভাবে সেন্ট্রাল লকিং বোতাম স্পর্শ করায় বন্ধ হয়ে যায় দরজা। ভিতরে রয়ে যায় দুই পোষ্য, বাইরে থেকে যান মালিক। কোনও ভাবেই সেই তালা খুলতে পারেননি তিনি। নিজে এই কাজে পটু হয়েও ব্যর্থ হন পিটার।
পরে অবশ্য সেই ঘটনার বর্ণনা দিয়েছেন সমাজমাধ্যমে। এই পরিস্থিতিতে কী করবেন সেই উপায় খুঁজে পাচ্ছিলেন না পিটার। তাঁকে সাহায্য করতে কেউই এগিয়ে আসেননি বলে জানান তিনি। কী ভাবে এই সমস্যা থেকে মুক্তি মিলল পিটারের? যে পোষ্যরা এই কাণ্ড ঘটিয়েছিল তারাই সমস্যার সমাধান করে দেন। দু’টি কুকুরের একটি আবার থাবা দিয়ে সেন্ট্রাল লকিংয়ের বোতামটি টিপে দেওয়ায় খুলে যায় দরজা। তিনি ভ্যানে উঠে গ্রাহকের বাড়ি পৌঁছন। সেখানে তাঁকে দেরির কারণ জি়জ্ঞাসা করায় লজ্জায় তিনি ঘটনাটি প্রকাশ করতে চাননি। সমাজমাধ্যমে এই ঘটনাটি প্রকাশিত হওয়ার পর হাসির ঝড় ওঠে। অনেকে আবার বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশও করেছেন।