Advertisement
E-Paper

অন্তর্বাস পরে গাছে দড়ি বেঁধে শুয়ে ধূমপান বিদেশি তরুণীর! হিমাচলের জঙ্গলের ভাইরাল ভিডিয়ো ঘিরে হইচই

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি নির্জন বনাঞ্চলের মধ্যে ধূমপান করছেন এক দল বিদেশি পর্যটক। বাদ্যযন্ত্র বাজিয়ে নাচানাচিও করছেন। তাঁদের মধ্যে এক জন তরুণীকে অন্তর্বাস পরে দড়ির সাহায্যে শূন্যে শুয়ে ধূমপান করতে দেখা গিয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৩:২৫
Video claims foreign tourists hosting party in bizarre way at Himachal Pradesh’s Kasol forest, netizens reacts

জঙ্গলে পার্টি করছেন বিদেশি পর্যটকেরা। ছবি: এক্স থেকে নেওয়া।

জঙ্গলের মধ্যে গাছে বাঁধা দড়িতে ঝুলছেন স্বল্পবসনা তরুণী। অন্তর্বাস পরে শূন্যে ঝুলে ঝুলেই ধূমপান করছেন তিনি। আশপাশে আরও কয়েক জন তরুণ-তরুণীও দেদার ধূমপান করছেন। চলছে গানবাজনা। হিমাচল প্রদেশের কাসোলের জঙ্গলে এ ভাবেই ‘সাইকেডেলিক ট্রান্স পার্টি’ করতে দেখা গেল এক দল বিদেশি পর্যটককে। অন্তত তেমনটাই দাবি নেটাগরিকদের একাংশের। ওই বিদেশি পর্যটকদের পার্টি করার ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। তৈরি হয়েছে বিতর্কও। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি নির্জন জঙ্গলে ধূমপান করছেন এক দল বিদেশি পর্যটক। বাদ্যযন্ত্র বাজিয়ে নাচানাচিও করছেন। তাঁদের মধ্যে এক জন তরুণীকে অন্তর্বাস পরে দড়ির সাহায্যে শূন্যে শুয়ে ধূমপান করতে দেখা গিয়েছে। এক জন তাঁকে দোলাচ্ছেন। অন্যেরা বাদ্যযন্ত্র বাজিয়ে সুর তুলছেন। ভিডিয়োটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা স্পষ্ট না হলেও নেটাগরিকদের একাংশের দাবি, সেটি কাসোলের কাছাকাছি কোথাও ঘটেছে।

পর্যটকদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য হিমাচলের কুলু জেলার কাসোল। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আন্তর্জাতিক পর্যটকদের ভিড় লেগেই থাকে সেখানে। সেখানে পর্যটকদের এ-হেন কাণ্ড মোটেও ভাল চোখে দেখেননি নেটাগরিকেরা। ওই পর্যটকদের বিরুদ্ধে পরিবেশগত অসংবেদনশীলতার অভিযোগ তুলে সরব হয়েছেন অনেকে। কর্তৃপক্ষকে এই ধরনের পর্যটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন নেটাগরিকদের একাংশ।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘সিদ্ধার্থ শুল্ক’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘মনে হচ্ছে কাসোল এই সব খারাপ কার্যকলাপের হটস্পট হয়ে উঠেছে। এর জন্য দায়ী এই ধরনের পর্যটকেরাই।” অন্য এক জন আবার লিখেছেন, ‘‘আমার মনে হয় এঁদের থামাতে স্থানীয় সরকারের কিছু বিধিনিষেধ আরোপ করা উচিত।’’

Viral Video himachal pradesh Party Controversy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy