ভয়াবহ দুর্ঘটনার কবলে যাত্রিবাহী বিমান। গুজরাতের মেঘানিনগরে ঘটনাটি ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে অহমদাবাদ বিমানবন্দর থেকে যাত্রা শুরুর কিছু ক্ষণের মধ্যে বিমানবন্দরের কাছেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। বিমানটি লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল বলে খবর। সেই ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই সব ভিডিয়ো। যদিও ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, শহরের কাছেই দুর্ঘটনাটি ঘটেছে। গলগল করে ধোঁয়া বেরিয়ে আসছে দুর্ঘটনাস্থল থেকে। আকাশ ঢেকে গিয়েছে সেই কালো ধোঁয়ায়। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। যানজট সৃষ্টি হয়েছে রাস্তায়। ভিডিয়োতে দাবি করা হয়েছে, সেটি গুজরাতের ওই বিমান দুর্ঘটনার পরের ভিডিয়ো। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নীরব মাকওয়ানা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। সমাজমাধ্যম জুড়ে হইচই পড়ে গিয়েছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে বিমানে বহু যাত্রী ছিলেন। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ২৪২ জন যাত্রী ছিলেন বিমানটিতে। লোকালয়ে ভেঙে পড়ায় বহু প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, ভেঙে পড়ার পরেই বিমানটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে গিয়েছে দমকলের অন্তত সাতটি ইঞ্জিন। আপাতত দুর্ঘটনাস্থলের আশপাশের সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। চলছে উদ্ধারকাজ।
ঘটনা প্রসঙ্গে অহমদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক বলেন, “একটি বিমান দুর্ঘটনা ঘটেছে। তবে সেটি কোন ধরনের বিমান, তা এখনও স্পষ্ট নয়।” ইতিমধ্যেই গুজরাতের মুখ্যমন্ত্রী ভূূপেন্দ্র পটেলকে ফোন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাত সরকারকে প্রয়োজনীয় সব ধরনের সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি।