মাঝরাস্তায় চুপচাপ দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধ। দু’টি ষাঁড়কে হেঁটে আসতে দেখে সেখানেই দাঁড়িয়ে পড়েছিলেন এক তরুণ ডেলিভারি কর্মী। বাইক চালিয়ে যাচ্ছিলেন তিনি। ষাঁড় দু’টি তরুণের গা ঘেঁষে হাঁটলেও বৃদ্ধকে দেখে সে দিকে তেড়ে গেল একটি ষাঁড়। বৃদ্ধকে গুঁতো মেরে শূন্য তুলে মাঝরাস্তায় আছড়ে ফেলল ষাঁড়টি। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ফ্রি প্রেস মধ্যপ্রদেশ’ নামের স্থানীয় সংবাদমাধ্যমের পাতা থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তায় চুপচাপ দাঁড়িয়েছিলেন এক বৃদ্ধ। পিছন থেকে একটি ষাঁড় তেড়ে গিয়ে বৃদ্ধকে গুঁতো মেরে রাস্তায় আছড়ে ফেলে। জানা গিয়েছে, ৬০ বছর বয়সি বৃদ্ধের নাম লালজি পাটকার। মঙ্গলবার এই ঘটনাটি মধ্যপ্রদেশের ছতরপুর এলাকায় ঘটেছে।
ষাঁড়ের গুঁতো মারার দৃশ্যটি সেখানকার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। সেই ভিডিয়োটি আবার সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ে। বৃদ্ধকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। ঠিকমতো হাঁটাচলার অবস্থায়ও ছিলেন না তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। হাতে এবং মাথায় গুরুতর আঘাত পেয়েছেন বৃদ্ধ। মাথায় ৬-৭টা সেলাইও পড়েছে তাঁর। পরিস্থিতি গুরুতর থাকায় বৃদ্ধের অস্ত্রোপচারও করানো হয়েছে।