রাস্তা আটকে রিল তৈরি করছিলেন যুবক। গাড়ি আটকে থাকায় খেপে গিয়ে লাঠি হাতে এক যুবককে বেধড়ক প্রহার করতে শুরু করে দিলে এক বৃদ্ধ। ওই যুবককে বাঁচাতে এগিয়ে আসেন এক মহিলাও। রিল তৈরি করতে গিয়ে নিজেই ভিডিয়োর বিষয় হয়ে গেলেন সেই যুবক। এই মারধরের ঘটনাটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। তবে এই ভিডিয়োটি কবে বা কোথায় তোলা হয়েছে তা সুস্পষ্ট নয়। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তা আটকে এক মহিলাকে সঙ্গে নিয়ে একটি রিল তৈরি করছিলেন এক বিষয়স্রষ্টা। সেই সময় গাড়ি থেকে নেমে ওই বৃদ্ধ লাঠি নিয়ে তেড়ে আসেন তরুণের দিকে। তিনি ওই তরুণকে কোনও কিছু বলার সুযোগ না দিয়েই বেধড়ক পেটাতে শুরু করেন। যখন তিনি লাঠি দিয়ে তরুণকে মারতে শুরু করেন, তখন তাঁকে সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। ‘এনমুখার্জি৬’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে।
ভিডিয়ো দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীরা অবশ্য ওই বৃদ্ধকেই সমর্থন করেছেন। রাস্তা বন্ধ করে রেখে সকলের অসুবিধা করে এই ধরনের কাজকর্মের কড়া সমালোচনা করেছেন তাঁরা। ৪১ সেকেন্ডের ভিডিয়োটি সমাজমাধ্যমে সাড়া ফেলে দিয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই ২ লক্ষ বার দেখা হয়েছে। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘বয়স্ক ব্যক্তি বুঝতে পারেননি যে সেখানে রিল তৈরি হচ্ছে, তিনি ভেবেছেন তরুণ মহিলাকে জ্বালাতন করছেন।’’