একরত্তি পাখি, সামনে সাত সাতটি জলজ্যান্ত হিংস্র খাদক। তাদের সামনে অকুতোভয় হয়ে ঘুরে বেড়াচ্ছে জলপক্ষীটি। বাঘের সহজাত স্বভাবই হল শিকার ধরা। খাঁচার ঘেরাটোপে থাকলেও চোখের সামনে সহজ শিকারকে ঘুরে বেড়াতে দেখেই লোভ সামলাতে পারেনি বাঘগুলি। ঝাঁপিয়ে পড়ে শিকারের উপর। সম্প্রতি চিনের একটি চিড়িয়াখানার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সংবাদ প্রতিবেদন অনুসারে, এই ঘটনাটি ঘটেছে চিনের শানডং প্রদেশের ডেঝোতে অবস্থিত ‘কোয়ানচেং ইউরোপার্ক ওয়াইল্ডলাইফ কিংডমে’। সেখানে দেখা গিয়েছে বাঘের পালটি একটি সারসকে শিকার করেছে। মে মাসে পোস্ট করা ভিডিয়োটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
‘মাসিমো’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি সারস বাঘের সামনে উড়ে এসে দাঁড়িয়ে পড়ে। ভয় না পেয়ে বাঘগুলির দিকে তাকিয়ে থাকে। সেখানে থেকে উড়ে যাওয়ার নামগন্ধ করে না সারসটি । হঠাৎ করেই সেটি ধীরে ধীরে বাঘের দলের দিকে এগিয়ে যায়। উল্টে বাঘগুলিকে ভয় দেখানোর জন্য সে তার ডানা মেলে দেয়। একটি বাঘ এসে যখন তার থাবা দিয়ে আক্রমণ করে, তখন পাখিটি পিছু হটে। কিন্তু ব্যাপারটি এখানেই শেষ হয় না। এর পর সারসটি যা করে তা আত্মহত্যার শামিল বলেই মনে হতে পারে। ডানা ঝাপটে উল্টে বাঘটিকে পাল্টা আক্রমণ করতে যায় সেটি। এর পরেই দৃশ্যেই দেখা যায় সব ক’টি বাঘ ঝাঁপিয়ে পড়ে সারসটিকে ধরে ফেলে। ভবলীলা সাঙ্গ হয়ে যায় ছোট্ট প্রাণীটির।
A crane flew into a tiger enclosure in China… And instantly regretted its life choices.pic.twitter.com/0R8IhDilwr
— Massimo (@Rainmaker1973) June 10, 2025
ভিডিয়োটি এখনও পর্যন্ত ৩৭ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। ১৫ হাজারের বেশি নেটাগরিক ভিডিয়োটি লাইক করেছেন। হাজার হাজার মানুষ তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন ভিডিয়োয়। এক জন লিখেছেন, ‘‘মৃত্যু এলে পাখির মস্তিষ্কও কাজ করা বন্ধ করে দেয়!’’