Advertisement
E-Paper

পছন্দ নয় ডিজের বাজানো গান, তর্কাতর্কি থেকে চলল ঘুষি, ভাঙা হল বিয়ারের বোতল! রণক্ষেত্র দিল্লির ক্লাব

নিজেদের পছন্দের গান বাজানোর জন্য কয়েক জন ডিজের সঙ্গে কথা বলতে যান। সেখানে ডিজের এক বান্ধবীর সঙ্গে কথা কাটাকাটি হতেই তাঁকে এক তরুণ সামান্য ধাক্কা দেন। এর পরই সেখানে হাজির হন ক্লাবের ডিজে। শুরু হয় কথা কাটাকাটি, ধাক্কাধাক্কি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২৫ ১৮:০৬
group of guests were upset over the DJ’s choice of songs

ছবি: সংগৃহীত।

ডিজের বাজানো গান পছন্দ হয়নি। সেই থেকে তর্কাতর্কি, হাতাহাতি। কিছু ক্ষণের মধ্যে রণক্ষেত্রের চেহারা নিল দিল্লির একটি ক্লাব। চলল মারামারি, বিয়ারের বোতল ছ‌োড়াছুড়ি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লির মেহেরৌলি এলাকার একটি ক্লাবে। ঘটনাটি গত সপ্তাহান্তের। ঘটনার প্রত্যক্ষদর্শী সেই সংঘর্ষের ভিডিয়োটি পোস্ট করেছেন এক্স হ্যান্ডলে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই ক্লাবে রেস্তরাঁ ও বারে উপস্থিত চার-পাঁচ জন তরুণ ও তরুণী ডিজের বাজানো গান নিয়ে আপত্তি তোলেন। নিজেদের পছন্দের গান বাজানোর জন্য তাঁরা ডিজের সঙ্গে কথা বলতে যান। সেখানে ডিজের বান্ধবীর সঙ্গে কথা কাটাকাটি হতেই তাঁকে এক তরুণ ধাক্কা দেন। এর পরই সেখানে হাজির হন ক্লাবের ডিজে। শুরু হয় কথা কাটাকাটি, ধাক্কাধাক্কি। এরই মাঝে হঠাৎই ডিজে একটি বিয়ারের বোতল নিয়ে তরুণ-তরুণীর দলের দিকে ছুড়ে মারেন বলে অভিযোগ। এর পরই গ্লাস, প্লেট ইত্যাদি ছুড়ে মারতে শুরু করেন কয়েক জন। এমনটাই দেখা গিয়েছে ভিডিয়োয়। ক্লাবের কর্মী এবং অন্য অতিথিদের অসহায় ভাবে সেই দৃশ্য দেখতে দেখা গিয়েছে। মারধর করার পর সেই দলটি অবশেষে বার ছেড়ে চলে যায়। পরে খবর পেয়ে পুলিশ আসে ঘটনাস্থলে।

‘ধ্রুব’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি ২৫ মার্চ পোস্ট করার পর তা ২ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। ভিডিয়ো দেখে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। এই ঘটনা নিয়ে উদ্বেগও প্রকাশ করতে দেখা গিয়েছে তাঁদের। এক জন লিখেছেন, ‘‘আইন-শৃঙ্খলার প্রতি কোনও শ্রদ্ধা নেই। দুঃখের বিষয় হল, শিক্ষিত হওয়া সত্ত্বেও কিছু জিনিস বদলায় না।’’ অন্যেরা উল্লেখ করেছেন যে, শহরে এই ধরনের ঘটনা প্রায়শই ঘটছে। বিষয়টি খুবই সাধারণ হয়ে উঠেছে।

Delhi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy