ফণা তুলে তেড়ে আসছে সাক্ষাৎ মৃত্যুদূত। অন্তত ফুট দশেক লম্বা। সাপেদের রাজা শঙ্খচূড়। আর সেই বিষধর প্রাণীটিকে বস্তাবন্দি করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এক তরুণ। একেবারে খালি হাতে। নেই কোনও আঁকশি বা সাপ ধরার সরঞ্জাম। হাতে রয়েছে পাইপের কাটা অংশ। সেটির একটি অংশ প্লাস্টিকের বস্তার মধ্যে ঢোকানো। খালি অংশটি সাপের দিকে। পাইপের সাহায্যে সাপটিকে জব্দ করার চেষ্টা করছেন ওই তরুণ। শিরদাঁড়ায় কাঁপন ধরানো একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমের। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। ভিডিয়োটি কোথায় বা কবে ক্যামেরাবন্দি করা হয়েছে সে সম্পর্কে কোনও সুনিশ্চিত তথ্য পাওয়া সম্ভব হয়নি। এই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভিডিয়োয় দেখা গিয়েছে, কালোর উপর সাদা ডোরাকাটা কয়েক ফুটের একটি শঙ্খচূড়কে কব্জা করার জন্য এগিয়ে আসছেন ওই তরুণ। একটি বাড়ির ভিতরে সঙ্কীর্ণ গলিপথে সাপটিকে ধরার চেষ্টা করছেন তিনি। বার বার সাপটি তার বিশাল ফণা তুলে ছোবল মারার জন্য তরুণের দিকে তেড়ে যাচ্ছে। তরুণ সাপের মাথাটি পাইপের মধ্যে ঢুকিয়ে বস্তায় পুরে ফেলতে চাইছিলেন। এক বার মাথা ঢুকিয়েও শঙ্খচূড়টি সেটি টেনে বার করে আনে। বেশ কিছু ক্ষণের চেষ্টার পর তাকে বাগে পান তিনি। সাপটি ফাঁদে পা দেয়, পাইপের ভিতর শরীর ঢুকিয়ে দেয়। তাতেও আক্রোশে লেজ আছড়াতে থাকে বিশাল সরীসৃপটি। কোনও ক্রমে বস্তায় সাপটিকে পুরে ফেলতে সমর্থ হন তরুণ।
এক্স হ্যান্ডলের ‘আইঅ্যাম_নান’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি পোস্ট করার পর প্রায় ১ কোটি বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। সাড়ে আট হাজারের বেশি লাইক জমা পড়েছে তাতে। ভিডিয়ো দেখে প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে পোস্টে।