Advertisement
E-Paper

সস্তায় ম্যাকবুক কিনতে ভারত থেকে ভিয়েতনাম, ছাড়ের টাকাতেই বিদেশভ্রমণ তরুণের! পন্থা শুনে হতবাক নেটাগরিকেরা

রেডিটের একটি পোস্টে এক ব্যবহারকারী দাবি করেন, ভিয়েতনামে বেড়াতে যাওয়ার জন্য তাঁর মোট ৪০ হাজার টাকার কাছাকাছি খরচ হয়েছে। সেখানে গিয়ে তিনি একটি ম্যাকবুক কেনেন। আর ম্যাকবুকের ছাড়ের টাকাতেই তাঁর বিদেশভ্রমণের খরচ উঠে এসেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১০:২৮
A reddit user shares a smart plan to travel to Vietnam

—প্রতীকী ছবি।

রথ দেখা ও কলা বেচা দুই হল। বিদেশভ্রমণে গিয়ে অ্যাপ্‌লের ম্যাকবুক কিনে ফেললেন এক তরুণ। বিদেশে গিয়ে অনেকেই শুল্কমুক্ত জিনিসপত্র কিনে থাকেন সেটা স্বাভাবিক ঘটনা। তবে এই তরুণের ক্ষেত্রে যেটা হল সেটা আশা করতে পারেননি তিনি। সম্প্রতি এক জন রেডিট ব্যবহারকারী ভিয়েতনামে কয়েক দিনের ছুটি কাটাতে গিয়ে উল্লেখযোগ্য ভাবে কম দামে একটি নতুন ম্যাকবুক কেনেন। ম্যাকবুকটি তিনি ভিয়েতনামে যে পরিমাণ ছাড়ে কিনতে পেরেছিলেন সেই টাকা দিয়েই তিনি ভিয়েতনাম ভ্রমণ সেরে ফেলেছেন বলে পোস্টে দাবি করেছেন তরুণ।

তিনি পোস্টে লেখেন, ভারতে অ্যাপ্‌লের পণ্য কেনার জন্য চড়া শুল্ক গুনতে হয় ক্রেতাদের। আমদানি শুল্ক, পণ্য ও পরিষেবা কর মিলিয়ে আইফোন বা ম্যাকবুকের দাম বেশি। পোস্টদাতা লিখেছেন আপনি যদি ভারতে ২ লাখ টাকারও বেশি মূল্যের একটি ম্যাকবুক বা আইফোন কেনার পরিকল্পনা করেন, তা হলে ভিয়েতনামে ছোট ছুটি কাটাতে যাওয়া বুদ্ধিমানের কাজ হবে। ম্যাকবুকটি সস্তায় কিনতে পারবেন। ওই দু’লক্ষ টাকায় আপনি পছন্দের ম্যাকবুক কিনতে ও ছোট্ট ভ্রমণটিও সেরে ফেলতে পারবেন।

পোস্টে তিনি বিস্তৃত বর্ণনা দিয়েছেন কী ভাবে এই ভ্রমণটি সম্ভব হয়েছিল। ভারতে তরুণের কাঙ্ক্ষিত ম্যাকবুকের দাম পড়ছিল প্রায় ১ লক্ষ ৮৫ হাজার টাকা। ভিয়েতনামে সঠিক ভ্যাট ডকুমেন্টেশন তৈরি করে এমন একটি দোকান থেকে এটি কেনেন তরুণ। বিমানবন্দরে সেই ভ্যাটের টাকা দাবি করে ফেরত পান ৯৭০০ টাকা। শেষমেশ মোট ১ লক্ষ ৪৮ হাজার টাকা লেগেছিল ম্যাকবুকটি কিনতে। তাঁর ৩৭ হাজার টাকার মতো সাশ্রয় হয়। তরুণ পোস্টে দাবি করেন, বেড়াতে যাওয়ার জন্য তাঁর মোট ৪০ হাজার টাকার কাছাকাছি খরচ হয়েছে। অর্থাৎ, ম্যাকবুকের ছাড়ের টাকাতেই তাঁর বিদেশভ্রমণের খরচ উঠে এসেছে। তরুণের পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়। বহু ব্যবহারকারীই তাঁর থেকে ভ্রমণের খুঁটিনাটি জানতে চেয়েছেন।

Vietnam iphone MacBook Pro
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy