চাষের জমি দখল করে চলছিল অবাধ ক্যাম্পিং। প্রায় ৪০০ জনের যাযাবর গোষ্ঠী সেখানে জবর দখল করে বসতি স্থাপনের চেষ্টা করেছিল। জমির মালিকদের নিষেধ কানেই তুলছিলেন না তাঁরা। শেষমেশ পর্যটকদের জমি থেকে উৎখাত করতে অদ্ভুত উপায় বার করলেন জমিমালিকেরা। জোটবদ্ধ হয়ে তাঁরা মল মিশ্রিত জল ছেটাতে শুরু করেন জমির উপর। সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
‘দ্য টেলিগ্রাফে’র প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের ওট-ভজ় খামারের জমিতে অবৈধ ভাবে বসতি গড়ে তোলে যাযাবরেরা। তাঁরা তাদের ক্যারাভানগুলি নিয়ে দিব্যি চাষের জমিতে বসত গড়ে তোলার চেষ্টা করেছিল। এঁদের তাড়াতে জলের সঙ্গে মানব-বর্জ্য মিশিয়ে ট্রাক্টরে ভরে চাষের জমিতে ছড়িয়ে দেন মালিকেরা। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে কৃষকেরা যাযাবরদের সাদা ক্যারাভ্যানগুলি ট্রাক্টর দিয়ে ঘিরে ফেলেছেন। সেখান থেকে বাদামি রঙের ঘন তরল ছিটিয়ে দেওয়া হচ্ছে সবুজ ঘাসের গালিচার মতো কৃষিক্ষেত্রে। সেই মলমিশ্রিত তরলের ‘আক্রমণ’ থেকে বাঁচতে দ্বিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়তে থাকেন উপস্থিত যাযাবরেরা।
স্থানীয় সংবাদমাধ্যমের মতে, জুলাইয়ের শুরু থেকে প্রায় ৪০০ যাযাবর অনুমতি ছাড়াই ওই এলাকা জুড়ে ক্যাম্প বসিয়ে ফেলেছিল। প্রতিবছরই তাঁরা আসেন এবং জমি দখল করে থাকে বলে অভিযোগ কৃষকদের।স্থানীয় বাসিন্দাদের অনেকেই কৃষকদের এই আচরণকে সমর্থন করেছেন। সমাজমাধ্যমে ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তা দেখে অবাক হয়েছেন দর্শকেরা। ‘পিটারসুইডেন’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়া ভিডিয়োটি কয়েক হাজার বার দেখা হয়েছে। অধিকাংশ নেটাগরিকই কৃষকদের পক্ষে দাঁড়িয়ে জমি দখলকারীদের দোষারোপ করেছেন। জমি থেকে দখলদারদের উৎখাত করতে এই ‘অস্ত্র’ প্রয়োগ আগেও করা হয়েছে। গত বছর, এক ব্রিটিশ কৃষক জ্যাক বেলামি তাঁর জমিতে অবৈধ ভাবে প্রবেশকারীকে মলের তরলে স্নান করিয়ে শিক্ষা দিয়েছেন।