Advertisement
E-Paper

বিদেশি দেখে ২০ টাকার মিষ্টি বদলে গেল ২০০ টাকায়! প্রতারক মিষ্টিবিক্রেতার ভিডিয়ো ভাইরাল

প্রথমে মিষ্টির দাম জানতে চাওয়ায় বিক্রেতা জানান এক প্লেটের দাম ২০ টাকা। মিষ্টি কেনার পর বিক্রেতা ২০০ টাকা দাবি করতেই লুক পাল্টা প্রশ্ন তোলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২৫ ১৮:১৩
sweet seller asked a tourist two hundred rupees for 4 sweet instead of 20

ছবি: সংগৃহীত।

চারটি গোলাপজামের দাম ২০০ টাকা! তা-ও আবার রাস্তার ধারে বিক্রি করা খাবারের দোকানে। বিদেশি পর্যটককে দেখেই ২০ টাকার মিষ্টি ১০ গুণ দামে বিক্রি করার চেষ্টা করলেন এক বিক্রেতা। ঘটনাটি দিল্লির। বিদেশি দেখলেই দিল্লির রিকশাওয়ালা বা বিক্রেতাদের মধ্যে বেশি দাম চাওয়ার ভূরি ভূরি অভিযোগ রয়েছে। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে গোলাপজাম কিনতে আসা এক বিদেশি অতিথির সঙ্গে। সেই ঘটনারই ভিডিয়োটি সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে অস্ট্রেলীয় পর্যটক লুক দিল্লি বেড়াতে এসে রাস্তার পাশে বিক্রি হওয়া গোলাপজাম দেখে সেগুলি খাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। রাস্তায় বিশাল এক গামলায় মিষ্টি বিক্রি করছিলেন দুই তরুণ। প্রথমে মিষ্টির দাম জানতে চাওয়ায় বিক্রেতা জানান, এক প্লেটের দাম ২০ টাকা। মিষ্টি কেনার পর বিক্রেতা ২০০ টাকা দাবি করতেই লুক পাল্টা প্রশ্ন তোলেন গাড়িতে মিষ্টির দাম ২০ টাকা লেখা রয়েছে। এর উত্তরে বিক্রেতা জানান, যে দামটি লেখা আছে সেই অফারটি এখন শেষ হয়ে গেছে। এর পর লুক ২০০ টাকা দিতে রাজি হন ও গোলাপজামও খেয়ে নেন। তবে তিনি বিক্রেতার আচরণে অসন্তুষ্ট হন বলে জানান ভিডিয়োয়।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ভিডিয়োটি পোস্ট করেছেন লুক। এখন পর্যন্ত এই ভিডিয়োটি ৩৮ লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। ১ লক্ষেরও বেশি ব্যবহারকারী এটি লাইকও করেছেন। পোস্টটিতে ১১ হাজারেরও বেশি মন্তব্য জমা পড়েছে। এক জন ব্যবহারকারী লিখেছেন – এই বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা উচিত। অন্য এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘‘ভারতের মূর্খ দোকানিরা পর্যটন ধ্বংস না করা পর্যন্ত বিশ্রাম নেবে না।’’

Instagram Instagram Viral Delhi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy