রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক মহিলা। হঠাৎ করেই তাঁর জামা টেনে ধরে ছিনতাইয়ের চেষ্টা করলেন এক ব্যক্তি। মাথায় হেলমেট পরা, যাতে মুখ দেখা না যায়। দিনেদুপুরে ডাকাতির চেষ্টা করলেও সফল হতে পারেননি তিনি। মহিলা ঘুরে দাঁড়াতেই অদ্ভুত এক কাণ্ড ঘটিয়ে ফেলে ছিনতাইবাজ। ডাকাতের আচরণ দেখে হতভম্ব হয়ে যান মহিলা। ডাকাতি করার এই ঘটনাটি ধরা পড়েছে একটি সিসিটিভি ক্যামেরায়। সেই ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়ে যায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে মুখে মাস্ক এবং হেলমেট পরে ছিনতাইকারী এক পথচলতি মহিলাকে আক্রমণ করে। প্রৌঢ়ার কাছে এসে তাঁর গলা থেকে সোনার হার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি ঘুরে দাঁড়াতেই হারটি ছিনিয়ে নিতে পারেন না ছিনতাইকারী তরুণ। উল্টে প্রৌঢ়়ার কাছে হাতজোড় করে ক্ষমা চান তিনি। ডাকাতের এই আচমকা পরিবর্তনে হকচকিয়ে যান প্রৌঢ়া। তিনিও কিছু বুঝে উঠতে না পেরে থমকে দাঁড়িয়ে পড়েন। সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি তাইল্যান্ডের। ২ অগস্ট ঘটেছে ছিনতাইয়ের চেষ্টা। ভিডিয়োয় লেখা হয়েছে ডাকাতি ব্যর্থ হওয়ার পরও হেলমেট পরা তরুণ সেখান থেকে পালিয়ে যাননি। বরং, তিনি ওই প্রৌঢ়ার থেকে কিছু টাকা চেয়েছিলেন বলে জানা গিয়েছে। ভীত মহিলা দ্রুত তাঁকে নগদ অর্থ দিয়ে সেখান থেকে বিদায় করে দেন।
ভিডিয়োটি ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। সেটি হাজার হাজার বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। কয়েক হাজার নেটাগরিক ভিডিয়োয় লাইক দিয়েছেন। প্রচুর প্রতিক্রিয়া জমা পড়েছে তাতে। এক জন লিখেছেন, ‘‘সম্ভবত এই যুবক পেশাদার ডাকাত নয়। হতাশা থেকে সে এটা করেছে। যদিও এটা ভুল, অন্তত সে ক্ষমা চেয়েছে।’’