পরিবারের সঙ্গে জঙ্গলের এক প্রান্ত থেকে মেঠো রাস্তা পার করে অন্য প্রান্তে যাচ্ছিল হাতির ছানা। কিন্তু কাদায় পা ফেলার পর আর টাল সামলাতে পারল না সে। পা পিছলে রাস্তায় পড়ে গেল সে। শত চেষ্টা করেও আর উঠতে পারল না। তার অভিভাবক পিছনে ঘুরে হস্তীশাবকটিকে তোলার চেষ্টা করলেও কোনও লাভ হল না। টলে গিয়ে মুখ থুবড়ে পড়ে যাচ্ছিল বাচ্চা হাতি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মজার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘এলিফ্যান্টরেসকিউয়ার্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, পরিবারের সঙ্গে জঙ্গল পার হচ্ছিল একটি হাতির ছানা। জঙ্গল পার হতে গিয়ে কাদার উপর পা পিছলে পড়ল সে। বার বার ওঠার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিল হস্তীশাবক। বার বার পা পিছলে যাচ্ছিল তার।
পরিবারের এক অভিভাবক সামনের দিকে এগিয়ে গিয়েও কনিষ্ঠ সদস্যকে ‘উদ্ধার’ করতে আবার পিছিয়ে গেল। শুঁড় দিয়ে ঠেলে হস্তীশাবককে তোলার চেষ্টা করছিল সে। কাদার মধ্যেই পা ছড়িয়ে পড়ে নাজেহাল হাতির ছানা। তার পর পিছল খেতে খেতেই দাঁড়ানোর চেষ্টা করছিল হস্তীশাবক। কিন্তু টাল সামলাতে পারল না বাচ্চাটি। উঠে পড়েই টাল খেয়ে আবার মুখ থুবড়ে পড়ে গেল সে।