চালকের আসনে বসে রয়েছেন তরুণ। গাড়িতে অন্য কোনও সহযাত্রী নেই। হাইওয়েতে গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়লেন তরুণ। অন্য গাড়ির হর্নের শব্দেও ঘুম ভাঙছিল না তাঁর। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘আইঅজয়দীপ._’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, চালকের আসনে বসে স্টিয়ারিংয়ে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন এক তরুণ। সম্প্রতি এই ঘটনাটি চণ্ডীগঢ় থেকে মানালি যাওয়ার জাতীয় সড়কে ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, গাড়িটি প্রতি ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিবেগে ছুটছিল। রাস্তা তুলনামূলক ভাবে ফাঁকা ছিল।
গাড়িটির পাশ দিয়ে অন্য গাড়ি এবং ট্রাক গেলে তরুণকে এমন বিপজ্জনক অবস্থায় দেখেন সেই চালকেরা। তরুণকে সতর্ক করতে হর্নও বাজাতে থাকেন তাঁরা। কিন্তু তরুণের ঘুম ভাঙার নাম নেই। তার পর এক চালক কাছাকাছি নিজের গাড়ি নিয়ে এসে ক্রমাগত হর্ন বাজাতে শুরু করলেন।
জোর শব্দে ঘুম ভাঙল তরুণের। ঘুম ভাঙতেই চমকে উঠলেন তিনি। তার পর আবার গাড়ি চালাতে শুরু করলেন তরুণ। ভিডিয়োটি দেখে তরুণের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন নেটপাড়ার একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ক্লান্তবোধ করার সঙ্গে সঙ্গেই গাড়ি থামিয়ে দেওয়া উচিত ছিল তরুণের। ভাগ্যিস রাস্তা ফাঁকা ছিল। বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছেন তিনি।’’