জঙ্গলের মাঝবরাবর তিরতির করে বয়ে চলেছে একটি নদী। নদীর পারে দাঁড়িয়ে গর্জন করে চলেছে ‘বনের রাজা’। হঠাৎ লাফ দিয়ে নদীতে নেমে পড়ল সে। তার পর গর্জন করতে করতে সেই নদী পার করে জঙ্গলের অন্য প্রান্তে পৌঁছে গেল পশুরাজ। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ওয়াইল্ডফ্রিলায়ন্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি সিংহ লাফিয়ে লাফিয়ে নদী পার করছে। নদী পার করে জঙ্গলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে সে। নদী পার করার সময় মাঝেমধ্যেই গর্জন করতে শোনা যাচ্ছে সিংহটিকে।
জোরে গর্জন করতে করতে লাফিয়ে লাফিয়ে নদীটি পার করে ফেলল সে। এই ঘটনাটি সাউথ আফ্রিকার সাবি স্যান্ডস এলাকায় ঘটেছে। সিংহের এই ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘সিংহের হাবভাব দেখে মনে হচ্ছে গর্জন করতে করতে সে জানান দিচ্ছে, সে-ই জঙ্গলের রাজা।’’ আবার এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘সিংহটি এমন ভাবে নদী পার করছে দেখে মনে হচ্ছে যেন র্যাম্পওয়াক করছে।’’