সমুদ্রসৈকতের সামনে বসে খাওয়াদাওয়া করছিলেন এক তরুণ পর্যটক। সেই সময় তাঁর সামনে এসে দাঁড়িয়ে পড়ে গরুর দল। তরুণের হাতে খাবারের প্লেট দেখে সে দিকে মুখ বাড়িয়ে দেয় সামনের গরুটি। ঘুরতে গিয়ে এমন অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন, তা কল্পনাও করতে পারেননি তরুণ। এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি তিনি। সমাজমাধ্যমের পাতায় সেই ভিডিয়োটি পোস্টও করেছেন তরুণ (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘দ্যঅসিভাই’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক জন তরুণ সমুদ্রসৈকতের উপর চেয়ারে পা ছড়িয়ে বসে খাওয়াদাওয়া করছিলেন। সেই সময় তাঁর সামনে এসে দাঁড়াল গরুর একটি দল। তরুণের হাতে খাবারের প্লেট দেখে তাঁর দিকে এগিয়ে গেল একটি গরু।
খাবারের প্লেটে মুখ দিয়ে তা চেখে দেখার চেষ্টা করছিল গরুটি। সঙ্গে সঙ্গে তরুণের বন্ধু হাত দিয়ে গরুর মুখ অন্য দিকে ঘুরিয়ে দিলেন। তরুণের নাম অ্যান্ডি ইভান্স। অস্ট্রেলিয়ার এই তরুণ পেশায় নেটপ্রভাবী। গোয়ার সমুদ্রসৈকতে বসে খাওয়াদাওয়া করছিলেন তিনি। সেই মুহূর্তেই এই ঘটনাটি ঘটেছে। অ্যান্ডির বন্ধু গরুটির মুখ অন্য দিকে সরিয়ে দিলে সেখানে কিছু ক্ষণ দাঁড়িয়ে থাকে সে। তার পর দলবল নিয়ে অন্য দিকে চলে যায় গরুটি।