কুকুরটি বাঁ দিকে হাঁটা শুরু করলে তার পিছু নিচ্ছে হাতির একটি ছানা। কুকুরটি মন বদলে অন্য দিকে হাঁটা লাগালে তাকে অনুসরণ করে সে দিকে চলে যাচ্ছে হস্তীশাবকটিও। কুকুরটিকে কোনও ভাবেই কাছছাড়া করতে চাইছে না সে। কুকুরটি যেন তার সব সময়ের ছায়াসঙ্গী। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি মন ভাল করা ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘লেক_চাইলার্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি কুকুরের গায়ে লেগে লেগে রয়েছে এক হস্তীশাবক। চোখ বুজে কুকুরটিকে অনুসরণ করছে সে। কুকুরটি যে দিকে যাচ্ছে, সে দিকেই হাঁটা লাগাচ্ছে হাতির ছানা। আদর করে আগলে আগলে রাখছে কুকুরটিকে। এই ঘটনাটি তানজানিয়ার সেরেঙ্গেটি জাতীয় উদ্যানে ঘটেছে।
ভিডিয়ো থেকে জানা গিয়েছে, হস্তীশাবকটির নাম চা বা। ওই কুকুরটি আসলে তার মাহুতের পোষ্য ইয়ো ইয়ো। মাহুতের পোষ্যের সঙ্গেই দিনরাত সময় কাটায় চা বা। দু’জনে একসঙ্গে খেলে বেড়ায়, দৌড়াদৌড়ি করে। হাতি এবং কুকুরের মিষ্টি বন্ধুত্বের ভিডিয়ো দেখে তা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। এক জন লিখেছেন, ‘‘হাতির ছানা তার মাহুতের পোষ্যকে আদরে রেখেছে। ভিডিয়োটি দেখে মন ভাল হয়ে গেল।’’