শনিবার থেকে ভারী বৃষ্টি। আবহাওয়া দফতর থেকে বৃষ্টিপাতের কারণের জারি করা হয়েছিল হলুদ সতর্কতাও। একটানা বৃষ্টির কারণে রাস্তাঘাটে জমে গিয়েছে জল। পিচের রাস্তায় জল জমে এমনই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে যে, সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন এলাকাবাসীরা। সমাজমাধ্যমের পাতায় পুণের এই পরিস্থিতির একাধিক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাস্তা দিয়ে যানবাহন চলাচল করলে ঢেউয়ের মতো জল আছড়ে পড়ছে। জলে থইথই করছে চারদিক। গাড়ির বনেট পর্যন্ত জল উঠে পড়ছে। রাস্তায় এমন পরিমাণে জল জমা হয়ে গিয়েছে যে, যে পথচারীরা বাইক অথবা স্কুটারে যাতায়াত করছেন তাঁদের কোমর পর্যন্ত জল উঠে যাচ্ছে। এমনকি, রাস্তায় পার্ক করা বাইকও জলের ধাক্কায় উল্টে পড়ে ভেসে যাচ্ছে।
আরও পড়ুন:
স্থানীয়দের অভিযোগ, ভারী বৃষ্টি হলেই এমন দুর্যোগের সম্মুখীন হন তাঁরা। নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন তাঁরা। সমাজমাধ্যমের পাতায় এই ভিডিয়োগুলি দেখে পুণের বাসিন্দাদের জন্য নেটাগরিকদের অধিকাংশ সহানুভূতি প্রকাশ করেছেন। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘রাস্তায় জল জমে এমন ভয়াবহ পরিস্থিতি সকল পথচারীকেই বিপদে ফেলছে। দ্রুত এই এলাকার নিকাশি ব্যবস্থা উন্নত করা প্রয়োজন।’’