সমুদ্রসৈকতে ভেসে উঠেছে একটি ব্লুটুথ স্পিকার। তার গায়ে ঝিনুক, কাদার আস্তরণ জমে রয়েছে। সমুদ্রে ভেসে আসা স্পিকারটি দেখে কৌতূহল জাগল এক ব্যক্তির। আশা ক্ষীণ হলেও স্পিকারটি চালু করার কথা ভাবলেন তিনি। যেমন ভাবা, তেমন কাজ। তবে, স্পিকারের সুইচ অন করতেই অবাক হয়ে গেলেন সেই ব্যক্তি। মাসের পর মাস ধরে সমুদ্রে ভেসে থাকার পরেও ব্লুটুথ স্পিকারটি সক্রিয় রয়েছে। মোবাইলের সঙ্গে কানেক্ট করে স্পিকারটি বাজিয়ে পরীক্ষাও করে দেখলেন তিনি। দিব্য গান শোনাচ্ছে স্পিকারটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘এরিমাস’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ব্লুটুথ স্পিকারের গায়ে ঝিনুক এবং কাদার আস্তরণ লেগে রয়েছে। এক নজরে তা দেখলে অচল বলেই মনে হচ্ছে। কিন্তু সেই স্পিকারে তখনও গান বাজছে দিব্য। ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি।
তবে ভিডিয়ো থেকে জানা গিয়েছে, মাসের পর মাস সমুদ্র পাড়ি দিয়ে সমুদ্রসৈকতে ভেসে উঠেছে ব্লুটুথ স্পিকারটি। এক ব্যক্তির নজরে পড়তেই তিনি স্পিকারটি চালু করে গান বাজাতে শুরু করেন। স্পিকারটি যে এত মাস পরেও খারাপ হয়নি তা দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটপাড়ার অধিকাংশ। এক নেটাগরিক মজা করে লিখেছেন, ‘‘চলতি বছরে এই ভিডিয়োটি ব্যবহার করে স্পিকার নির্মাণকারী সংস্থার প্রচার করা প্রয়োজন।’’