রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়ে রেখে অন্যত্র গিয়েছিলেন তরুণ। ঠিক তখনই একটি ষাঁড় দৌড়ে গিয়ে গাড়িটিতে ধাক্কা মারল। সেই সময় দুই তরুণ গাড়ির কাছে দাঁড়িয়েছিলেন। কিন্তু তরুণদের পাত্তা না দিয়ে গাড়িটির গায়েই বার বার গুঁতো মারতে থাকল সে। শিং দিয়ে গুঁতো মেরে গাড়িটি দুমড়ে-মুচড়ে দিল খ্যাপা ষাঁড়টি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘এলকরিয়ো_কম’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ষাঁড় বারংবার শিং দিয়ে গুঁতো মেরে চলেছে গাড়িতে। পরে গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলে ষাঁড়টি সেখান থেকে চলে গেল। এই ঘটনাটি মেক্সিকোর গুয়াদালাজারা শহরে ঘটেছে।
রাস্তার ধারে একটি বিলাসবহুল গাড়ি রাখা ছিল। সেই গাড়ির কাছে দাঁড়িয়েছিলেন দুই তরুণ। হঠাৎ একটি ষাঁড়কে তেড়ে আসতে দেখে লুকিয়ে পড়েন তাঁরা। তবে ষাঁড়টি তো তাঁদের পাত্তাই দিল না। বরং বিভিন্ন দিক থেকে গাড়িতে গুঁতো দিতে থাকল সে। যত ক্ষণ পর্যন্ত গাড়িটি দুমড়ে-মুচড়ে না যায়, তত ক্ষণ হাল ছাড়ল না সে। ইচ্ছাপূরণ হওয়ার পর সেখান থেকে চলে গেল ষাঁড়টি।