বৃষ্টিতে গাড়ি নিয়ে জ্যামে আটকে পড়েছেন তরুণ। কিন্তু কোনও উপায় নেই। গাড়ি নিয়ে রাস্তায় বেরোনোর ভয়ও রয়েছে তাঁর মনে। গাড়ির কোনও ক্ষতি হলে তাঁর রক্ষা নেই। স্ত্রীর কাছে মারধরও খেতে হতে পারে তাঁকে। তাই অন্য গাড়ির চালকদের কাছে দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করেছেন তিনি। গাড়ির পিছনে একটি স্ক্রিনে লাগিয়ে দিয়েছেন সতর্কবার্তা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ট্রিপি_টোয়েন্টি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, রাত্রিবেলা দিল্লি শহরের জ্যামে আটকে রয়েছে প্রচুর গাড়ি। তার মধ্যে আবার ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে।
ট্র্যাফিক জ্যামে দাঁড়িয়ে অদ্ভুত জিনিস নজরে পড়ল এক গাড়ির চালকের। সামনের গাড়ির পিছনের দিকে একটি স্ক্রিন দেখতে পেলেন তিনি। সেই স্ক্রিনে লাল আলো জ্বলে উঠে একটি ‘মেসেজ’ ভেসে উঠছে। অন্য গাড়ির চালকদের সতর্ক করার পাশাপাশি অনুরোধ করে লেখা রয়েছে, ‘‘দয়া করে দূরত্ব বজায় রাখুন। গাড়িতে ধাক্কা লাগলে বৌ খুব পেটাবে।’’ মজাদার এই সতর্কবার্তার ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই হাসির রোল ওঠে নেটপাড়ায়। এক জন মজা করে লিখেছেন, ‘‘স্ত্রীর ভয়ে তো তরুণের প্রাণই চলে যাওয়ার জোগাড়।’’