আলমারির উপর চড়ে বসেছিল বাড়ির পোষ্য বিড়াল। হঠাৎ কী মনে হতেই দাঁড়িয়ে পড়ল সে। নীচে নামার জন্য প্রস্তুতি নিতে শুরু করল বিড়ালটি। কিন্তু সে তো লাফ দিল না। বরং অদ্ভুত ‘স্টান্ট’ দেখিয়ে আলমারিতে খাড়া দাঁড়িয়ে নামতে শুরু করল বিড়ালটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘পিউবিটি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি বিড়াল আলমারির উপর বসেছিল। হঠাৎ আলমারির এক ধারে চলে গেল সে। আলমারি এবং দেওয়ালের মধ্যে সামান্য ফাঁক ছিল। সেই ফাঁকের মধ্যেই নিজের শরীর গলিয়ে ফেলল সে। তার পর আলমারির উপর পা রেখে সোজা হেলেদুলে হাঁটতে হাঁটতে নীচে নেমে পড়ল বিড়ালটি।
ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে বিড়ালের এই কীর্তি ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি পোষ্যের মালিক। এই ভিডিয়োটি দেখার পর সমাজমাধ্যমে হাসির বন্যা বয়ে গিয়েছে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বিড়ালটি মনে হয় সম্প্রতি স্পাইডারম্যানের কোনও সিনেমা দেখেছে। তাকে দেখেই হয় তো দেওয়াল বেয়ে হাঁটার শখ জেগেছে বিড়ালটির। এই বিড়ালের নাম হওয়া উচিত স্পাইডারক্যাট।’’