বাড়ির সামনে লাগোয়া বারান্দায় বল নিয়ে খেলতে ব্যস্ত ছিল এক বালক। তার খেলা দেখে আগ্রহ জন্মাল একটি কাকের। উড়ে গিয়ে বারান্দায় বসে পড়ল সে। বালকের সঙ্গে কাকটিও বল খেলতে শুরু করে দিল। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘চকদেফুটবল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বালকের সঙ্গে বল খেলছে একটি কাক। ওই বালক পা দিয়ে বল ঠেলে কাকটির দিকে এগিয়ে দিচ্ছে। কাকটিও লাফিয়ে লাফিয়ে ঠোঁট দিয়ে বল ঠেলে দিচ্ছে তার খেলার সঙ্গীর দিকে।
আরও পড়ুন:
কাকের সঙ্গে একটি ছোট বল নিয়ে ফুটবল খেলে ভারী আনন্দ পেয়েছে ওই বালক। ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, এই ঘটনাটি দক্ষিণ গোয়ায় ঘটেছে। বালকের সঙ্গে কাকের খেলাধুলা করার ভিডিয়োটি দেখে সেখানে ভালবাসার চিহ্ন দিয়ে ভরিয়ে দিয়েছেন নেটব্যবহারকারীদের অধিকাংশ। সেই ভিডিয়োটি দেখার পর এক জন নেটাগরিক আবার মজা করে লিখেছেন, ‘‘মেসি, রোনাল্ডোর চেয়ে কোনও অংশেই কম যায় না কাকটি। ঠোঁট দিয়ে বল ঠেলেই তো মাঠ কাঁপিয়ে দেবে মনে হচ্ছে।’’