বিকেলবেলা গাড়ি নিয়ে জঙ্গলে সাফারি করতে বেরিয়েছিলেন পর্যটকেরা। কিছু ক্ষণ ঘোরাঘুরি করার পর ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হলেন তাঁরা। বুনো হাতির নজরে পড়ে যায় তাঁদের গাড়িটি। সঙ্গে সঙ্গে গাড়িটির দিকে তেড়ে আসতে থাকে সে। বিপদ বুঝে জঙ্গলের রাস্তায় গাড়ি ছোটাতে শুরু করেন চালক। কিন্তু হাতিটি ক্রমশ তাঁর গাড়ির কাছে পৌঁছে যায়। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘সাফারিবিগক্যাট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, সাফারি গাড়ির পিছনে এক পর্যটক গলায় ক্যামেরা ঝুলিয়ে দাঁড়িয়েছিলেন। জঙ্গলের ভিতর দিয়ে সেই গাড়িটি ছুটিয়ে নিয়ে যাচ্ছেন চালক। কারণ, তাঁদের গাড়িটিকে তাড়া করেছে একটি বুনো হাতি।
দৌড়ে দৌড়ে ক্রমশ তাঁদের গাড়ির কাছাকাছি চলে আসছে সে। আর একটু হলেই গাড়িটির নাগাল পেয়ে যাবে সেই হাতিটি। ভিডিয়ো থেকে জানা গিয়েছে যে, এই ঘটনাটি উত্তরাখণ্ডের জিম করবেট জাতীয় উদ্যানের ধিকালা অঞ্চলে ঘটেছে। তবে পর্যটকদের নিয়ে প্রাণে বেঁচে গিয়েছেন সেই গাড়ির চালক। তিনি এত জোরে গাড়ি চালিয়েছেন যে, হাতিটি আর তাঁদের আক্রমণ করতে পারেনি।