বাবার ছবি মুক্তি পেয়েছে বলে কথা! সেই উপলক্ষে ছবির প্রিমিয়ারে আবার হাজির হয়েছেন বলিউডের ‘ভাইজান’ সলমন খান। তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারতেই এগিয়ে যাচ্ছিলেন আমির খানের পুত্র জুনেইদ খান। কিন্তু অভিনেতাকে ঘিরে রয়েছে নিরাপত্তারক্ষীদের ‘সুরক্ষাবলয়’। সেই বলয় পার করে সলমনের কাছে তারকা-পুত্রকে যেতে দিলেন না এক নিরাপত্তারক্ষী। বরং হাত দিয়ে ঠেলে সরিয়ে দিলেন জুনেইদকে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
আরও পড়ুন:
‘ফিল্মিজ্ঞানভিডিয়োজ়’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, আমিরের পাশে হাঁটছেন সলমন। বলিউডের দুই খানকে দেখার জন্য প্রেক্ষাগৃহে ভিড় উপচে পড়ছে। ভিড় থেকে সলমনকে সুরক্ষিত রাখার জন্য অভিনেতার কাছে কাউকে ঘেঁষতে দিচ্ছেন না তাঁর নিরাপত্তারক্ষীরা। সলমনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সারার জন্য সে দিকে যাচ্ছিলেন আমিরের ছেলে জুনেইদ।
কিন্তু নিরাপত্তারক্ষী তাঁকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেন। ভিড় ঢেলে ক্রমাগত সলমনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে থাকেন জুনেইদ। তার পর সলমনের নিরাপত্তারক্ষীর হাত ধরে হাসিমুখে অনুরোধ করতে দেখা যায় তাঁকে। জুনেইদের কথা শুনে তাঁকে ছেড়ে দেন ওই নিরাপত্তারক্ষী। কিছু ক্ষণ পর জুনেইদকে দেখা যায় সলমনের সঙ্গে এগিয়ে যেতে।
আরও পড়ুন:
সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আমির খান এবং জেনেলিয়া (ডি’সুজ়া) দেশমুখ অভিনীত ‘সিতারে জ়মিন পর’ নামের একটি হিন্দি ছবি। সেই ছবির প্রিমিয়ারে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন সলমন। সেই প্রিমিয়ারেই এমন ঘটনা ঘটে। একই দিনে এক কিশোর সলমনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেই অভিনেতার নিরাপত্তারক্ষী তাকে ঠেলে সরিয়ে দেন। এই দৃশ্য নজরে পড়ে সলমনের। পরে অবশ্য সকলের সামনেই নিরাপত্তারক্ষীকে ডেকে শিশুদের সঙ্গে এমন আচরণ করতে নিষেধ করেন ‘ভাইজান’।